আমাদের কথা খুঁজে নিন

   

মশিউর এর গান

সাহান

মোহনন্দা নদী রে.....ই আমি কেন তোর জলে দিয়েছিলাম সাতার আজ আমি তোর স্মৃতির আগুনে পুরে........এ, হয়েছি আঙ্গার। কার কাছে বলব দু:খ রে.....ই, মোহনন্দা তোই ছাড়া...আ তোর জলে দিয়ে সাতার আজ আমি হয়েছি কুল হারা....আ যার হাতে হাত ধরে......এ, গা ভাসিয়েছিলাম তোর জলে সে আজ আমায় ছেড়ে ..চলে গেছে অনেক দূরে.......এ আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই মোহনন্দা তোর স্মুতি বুকে নিয়ে.....এ। মোহনন্দা তোর বুকের ঐ কালো জল আমার মন প্রাণ করেছে পাগল মোহনন্দারে....ই আমি কেন দিয়েছিলাম তোর জলে সাতার আমি কেন দিয়েছিলাম তোর জলে সাতার (গানটি আমার এক বড় ভাই(মশিউর) লিখেছেন...)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.