আমাদের কথা খুঁজে নিন

   

পিসিতে ফ্রী ইন্টারনেট চালান ১০০% ওয়ার্কিং

আমি একা থাকতে ভালো বাসি আগেই বলে দিচ্ছি যারা এভাবে নেট চালাবেন নিজ দায়িত্বে চালাবেন, কারণ লেখক আপনার দায়িত্ব নিবে না। সবাই কেমন আছেন। নিশ্চয়ই ভাল আর যদি ভাল না থাকেন আজ থেকে ভাল থাকবেন। প্রতি মাস এ ইন্টারনেট বিল কার দিতে মন চায় ? যাদের ইন্টারনেট বিল দিতে মন চায় না তাদের জন্য আমার এই পোস্ট। এই পোস্ট নিয়ে আগেও অনেক সাইটে আলোচনা করা হয়েছে।

যারা না জানেন তাদের জন্য আজকে আমি এই পোষ্টা দিলাম। যারা জীবনে হ্যাক করেন নাই আজ হ্যাক করতে পারবেন। আর কথা না বারিয়ে মূল পোস্টে আসা যাক। প্রথমে আপনাকে এই সাইট এ গিয়ে আপাতত ১ টি আইডি খুলতে হবে। আইডি খুলার জন্য দেখেন উপরে লেখা আছে singup to free . এখন আপনি যে ইমেইল দিয়ে আইডি খুলছেন সেই ইমেইল এ গিয়ে আইডি ভেরিফাই করে নিন ।

আইডি ভেরিফাই করা শেষ হলে । যে নামে আইডি খুলছেন সেই নাম এবং পাসওয়ার্ড টি মনে রাখুন। প্রথম কাজ শেষ । এখন আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি এই খান থেকে ডাউনলোড করুন।

সফটওয়্যার ডাউনলোড করা শেষ হলে ওপেন করুন । ওপেন করলেই দেখতে পারবেন Drive নামে একটি ফোল্ডার । drive ফোল্ডারটি ওপেন করুন । আপনার যদি ৩২ বিট এর অপারেটিং সিস্টেম হয় তাহলে x86 ফাইল টি ওপেন করেন আর যদি ৬৪ বিট এর হয় তাহলে x64 ফাইল টি ওপেন করুন । এখন কিছুক্ষণ ওয়েট করুন ।

নিচের মত ছবি আসবে । এখন যেকোনো কী ক্লিক করুন । (দরুন A ক্লিক করুন ) কাজ প্রায় শেষ । এখন আমি যে সফটওয়্যারটি দিছি সেই সফটওয়্যারটি ওপেন করুন । ডেক্সটপ এ সেভ করুন।

তার পর সফটওয়্যারটি ওপেন করুন। নিচের মত ছবি আসবে এখন আপনি আপনার মডেমটিকে connect করুন (আপনার মডেম এর username and password দিয়ে)। তারপর PD-launcher ওপেন করে উপরের ছবি অনুযায়ী username and password দিন। তারপর connect click করুন । ১ মিনিট এর ভিতরে connect হয়ে যাবে ।

এখন থেকে আপনি ফ্রী ফ্রী নেট চালান। একটি আইডি দিয়ে আপনি ১০০mb use করতে পারবেন । আপনি ৬-৭ টা আইডি খুলবেন । ইছা করেল আরও বেশি খুলতে পারবেন । যতো আইডি খুলবেন ততো বেশি MB use করতে পারবেন।

কিন্তু মনে রাখবেন ১ টি আইডি দিয়ে যদি আপনার ১০০mb use হয়ে যাই তাহলে কিন্তু অই দিন আর অন্য আইডি দিয়ে কাজ হবে না , তাই 95mb use করে অন্য আইডি connect করবেন । তাহলে আর প্রবলেম হবে না ,unlimited ইন্টারনেট use করতে পারবেন । আপনি এই ভাবে ডাউনলোড, ব্রাউজ সব করতে পারবেন কোন প্রবলেম নাই। [ শুধু যে মডেম বা সিমে এ কোন MB নাই , মানে যে মডেম বা সিমে এ কোন টাকা নাই শুধু মাত্র সেই মডেম দিয়ে কাজ হবে ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.