আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: পানছড়ি: অক্টোবর, ২০০২

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

একজন বৌদ্ধ ভিক্ষু পাথরের ওপর বসে ধর্ম ব্যাখ্যা করছিলেন তাঁর ওপর ঝরে ঝরে পড়ছিল স্বর্গীয় আলো পিছনের জঙ্গল থেকে ভেসে আসছিল বনমোরগের ডাক উপত্যকাময় ছড়িয়ে ছিল বিকেলের গাঢ় ছায়া পড়ন্ত বিকেলের বাতাসে ভাসছিল পাতাবিড়ির গন্ধ পাহাড়ি জ্যোস্না দেখব বলে আমরা বহুদূর চলে এসেছি এরপর ফেরার পথটি খুঁজে পেলেই হয় ... রোহিনী তার স্কার্ফটি হারিয়েছে ডাকবাংলোর পিছনে ড্রাইভার গুন গুন করে গাইছিল হিন্দি ছবির গান আবিরও ঢাউস একটা ক্যামেরা নিয়ে মহীয়ান ... এইসবই মনে আছে। আর- পাথরের ওপর বসে একজন বৌদ্ধ ভিক্ষু ধর্ম ব্যাখ্যা করছিলেন তাঁর ওপর ঝরে ঝরে পড়ছিল স্বর্গীয় আলো পিছনের জঙ্গল থেকে ভেসে আসছিল ঝিঁঝির ডাক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.