আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস - অবিশ্বাস

Let the wind blow out the candles

বিশ্বাসীদের বিশ্বাস নিয়ে কোন প্রশ্ন নেই। বিশ্বাস যখন করতে হবে, সবগুলো বিষয়েই বিশ্বাস করতে হবে, একটা অংশ, স্বাভাবিকভাবেই যেখানে আমার ফায়দার কথা বলা হয়েছে সেটা তুলে নেব আর যেই অংশটুকু করতে আমি অপরাগ, সেটা ফেলে দেব - এইরকম বিশ্বাসীদের বিশ্বাসী বলা হয় না। একটু আধটু সায়েন্সের গ্যান আসার পর অনেকেই ধর্ম কে এই গ্যান দিয়ে যাচাই করে। একটু এগিয়েই হোচট খায়। খাবেই! ঐযে, অল্পবিদ্যা।

আরে, অসম্পূর্ন কোন কিছু দিয়ে সম্পূর্ন কোন কিছুকে বিচার করার বিচারবুদ্ধি আসে কোথ্থেকে? হ্যা, সায়েন্স এখনো অসম্পুর্ণ, বলতে গেলে এখনো শিশু। এসব নিয়ে একটা স্লাইড শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আস্তিক, নাস্তিক সবাই দেখতে পারেন। আস্তিকরা মনে হয় দেখার পর ভরসাই পাবেন। তবে নাস্তিকরা কি বলবেন জানি না।

দেখা যাক! স্লাইড খেয়াল কইরেন: ৪ মেগাবাইট, নিজের উৎসাহে ডাউনলোড কইরেন। ব্যান্ডউইথ নষ্ট হইব- এমন ভয় যদি কারো থাকে, বাদ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.