জ্ািননা
অনেক চাদনী আজ..
চলো হাতে রেখে হাত পাশাপাশি বসি
তারাদের সাথে কথা কথা খেলি
হৃদয়ের দ্বারগুলি মেলি..
আজ কস্ঠগুলোর দেব ছুটি
সুখ সুখ মনে আজ দুজনে প্রাণ খুলে গাই ..
জোৎস্না ভেজা গান.
রাত গভীর হতে গভীরতর...
হাতের বাধন খুলে কভু যেওনাকো ভুলে..
চিরকাল রেখ বেধে আপন আস্হাতে..
যেন হাতের পরশ নয়..
অব্যক্ত প্রশান্তির অবেশে ভরে হৃদয়..
বল..
এ আমার শুধুই আকুতি অধিকার কি নয় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।