আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিভ্রান্ত করতে আসবেন না......আন্দোলন চলছে...আন্দোলন চলবে......

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি। শাহবাগের আন্দোলন নিয়ে সারাদেশে আলোচনা- সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছে "জয় বাংলা" শ্লোগান দিয়ে এই আন্দোলন আওয়ামীলীগ পকেটস্থ করবে। কেউ বলছে আন্দোলন বামদের নেতৃত্বে চলে গেছে। কেউ বলছে এটি তরুনদের সাময়িক আবেগ।

কিংবা ৬২,৬৯,৯০ এর তুলনায় এটি কিছুই নয়। আবার কোন কোন বুদ্ধিজীবি এটা বলছে যে, যে আন্দোলনে এক ফোটা রক্ত ঝরেনি তা সফল হবে না। এটা একটি উৎসব। গানবাজনা এবং বিনোদন শেষ হলে সবাই ঘরে ফিরবে। কেউ বলছে এই আন্দোলনকে টিকিয়ে রেখেছে কতিপয় মিডিয়া।

যার যা খুশী বলতে থাকুন এবং দেখতে থাকুন এই তরুন প্রজন্ম কি করতে পারে? আপনাদের কাছে আমাদের ও অনেক প্রশ্ন জমা আছে। গত ৪২ বছরে এই দেশকে কি দিয়েছেন। তরুন সমাজকে কি দিয়েছেণ। নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন বছরের পর বছর। দেশ স্বাধীন করেছেন আবার যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদেরকে এই দেশে প্রতিষ্ঠিতও করেছেন।

কি লাভ হলো তাতে! মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছেন। ভোটের রাজনীতি করেছেন। এসব এখন বন্ধ করেন। ডান-বাম, আস্থিক-নাস্থিকের ধুয়ো তুলা বন্ধ করেন। নেতানেত্রীর পূজা করা বন্ধ করেন।

গণমানুষ কি চায় সেটা বুঝতে চেষ্ঠা করেন। না পারলে চুপ করে বসে থাকেন। তরুনদের বিভ্রান্ত করার চেষ্ঠা করবেন না। তরুনদের আবেগ অনুভূতি সততাকে ব্লেকমেইল করার চেষ্ঠাও করবেন না। তরুনদের জবাব দেয়া এখনো দেয়া শুরু হয়নি।

কেবলতো প্রস্তুতি চলছে......সময় আসছে সামনে....পেছনে আর কে ফেরে ! অনেকে প্রশ্ন তুলেছেন দেশে অনেক সমস্যা। এসব দাবী কেন একসাথে করছি না। জনগনের সব সমস্যা নিয়েই আন্দোলন হবে। তবে এক্ষুনি তা নয়। তরুনরা নিশ্চয় সে সব করবে।

এ সময় করতে গেলে দেখা যাবে মূল দাবীটাই হারিয়ে গেছে। এখন আমাদের একটাই দাবী...যুদ্ধাপরাধীর ফাঁসি........... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।