একজনের নামে দুইটি সরকারী বাড়ী থাকা ঠিক না এবং ক্যান্টনমেন্ট এর ভিতর রাজনীতি করা ঠিক না শুধু এই অযুহাতে জননেত্রী শেখ হাসিনার সরকার প্রতিহিংসার কূট রাজনীতি হিসেবে দেশনেত্রী খালেদা জিয়ার তার ক্যান্টনমেন্ট এর সরকারি বাড়ীর লিজটি বাতিল করে দিয়েছে। এই বাড়ীটি যে কেড়ে নেওয়া হবে তা আগেই বুঝা গিয়েছিল খালেদা জিয়া যখন বঙ্গভবন কেড়ে নিয়েছিল। এই হলো আমাদের প্রতিহিংসার রাজনীতি।ডিজিটাল রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আবার সেই পুরাতন ধ্যান ধারনার এনালগ রাজনীতির র্চচা করা মোটেই কাম্য নয়। শেখ হাসিনা যে সব অযুহাতে খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট এর সরকারি বাড়ীর লিজটি বাতিল করে দিয়েছে:
১. একজনের নামে দুইটি সরকারী বাড়ী থাকা ঠিক না ?
কিন্তু প্রশ্ন হলো- যেহেতু একজনের নামে দুইটি সরকারী বাড়ী থাকা ঠিক না তাহলে গুলশানের বাড়ীটিতো বাদ দিতে পারতো ক্যান্টনমেন্ট এর সরকারি বাড়ীর লিজটি বাদ না দিয়ে.....
২. পিলখানার ঘটনায় নিহত সেনাসদস্যদের বিধবা স্ত্রী ও তার সন্তানদের আবাসনের জন্য যাতে তারা খেয়ে পরে বাচতে পারে??
এখন প্রশ্ন হলো- আজকে যে কারনে শেখ হাসিনা বিডিআর ঘটনায় নিহত সেনা সদস্যদের পরিবারকে ওই জায়গায় আবসনের ব্যবস্থা করতে চাচ্ছে ঠিক একই কারনে একদিন সাবেক প্রেসিডেন্ট এরশাদ নিহত সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের বিধবা স্ত্রী ও সন্তানদেরকে দিয়েছিল যাতে তারা খেয়ে পরে বাচতে পারে। আজকে খালেদা জিয়া ও তার সন্তানরা স্বচ্ছল তাই তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট হতে, তাহলে ভবিষ্যতেও কি ঐ সকল সেনাকর্মকর্তার স্ত্রী ও সন্তানদের বের করে দেওয়া হবে যখন তারা স্বচ্ছল হবে??
৩. ক্যান্টনমেন্ট এর ভিতর রাজনীতি করা ঠিক না ???
এখন প্রশ্ন হলো- মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি নিশ্চয়তা দিয়ে বলেতে পারবেন আজকে যাদেরকে আপনি ক্যান্টনমেন্ট এর ভিতর আবাসনের ব্যবস্থা করছেন তারা ভবিষ্যতে কি রাজনীতি করবেনা?? উল্লেখ্য আপনি ইতিমধ্যেই বিডিআর ঘটনায় নিহত সেনা সদস্যদের পরিবার হতে দুইজন মহিলাকে আপনার দল হতে সংসদে নারী আসনে মনোনয়ন দিয়েছেন তারাওতো ঐ ক্যান্টনমেন্ট এর ভিতর থাকবে যদি আপনি আবাসনের ব্যবস্থা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে আপনি যে ডিজিটাল বাংলাদেশের সপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন এটাই কি আপনার ডিজিটাল বাংলাদেশের সপ্নবাস্তবায়নের পদক্ষেপ??প্রতিটি নির্বাচনের আগে আপনার কথা অনেক সাবলীল থাকে তবে কেন আগের অবস্থায় ফিরে যায়?? আপনার কাছে অনুরোধ অহেতুক একটি বিষয়কে রাজনীতিক ইস্যু বানিয়ে দেশের এই শান্তিময় পরিস্থীতিকে ঘোলাটে করবেন না??
আমরা বাঙ্গালী আমরা শান্তিতে থাকতে চাই আমরা আপনাদের প্রতিহিংসার রাজনীতির বলি হতে চাই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।