আসুন এক আল্লাহকে বিশ্বাস করি ও তার প্রেরিত রাসুল(সঃ) কে অনুসরন করি
স্বাধীনতা তুমি, নও উচ্ছৃঙ্খল-
বাঁধা না মানা যুবকের নগ্ন থাবা!
স্বাধীনতা তুমি, নও গোড়াঁ-
নামে কট্টরপন্থী, অধার্মিকের মানবতাহীনতা!
স্বাধীনতা তুমি, নও বিজ্ঞানের-
বিশ্বজালে জড়ানো ভাইরাস সফলতা!
স্বাধীনতা তুমি, নও নাস্তিকের-
হার না মানা ক্ষুদ্র জ্ঞানের বহু লতা পাতা!
স্বাধীনতা তুমি, নও লেখকের-
বর্জ কথার মালায় গাঁথা জবা ফুল পচাঁ!
স্বাধীনতা তুমি, নও নারীত্ব-
পুরুষের পন্য, অধীকারে অস্বচ্ছতা!
স্বাধীনতা তুমি, ভাবনা আমার-
কন্না, স্বাধীনতাকামী যোদ্ধার!
কী ভাবনা তোমার ,স্বাধীনতা?
সূর্যকে চাঁদ, চাঁদকে সূর্য গিলে খায়-
সুসময়ে। অন্ধকার ধরাকে করে দিয়ে অসহায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।