আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্ক শাস্ত্রের মৌল নীতিমালা

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

প্রান আর ওপ্রানের মাঝখানে যেটুকু গৌধুলী অঞ্চল, জীবন ও মৃত্যুর মাঝে যেটুকু ধুসর ব্যবধান সেইটুকু এক নদী, আমাদের মাঝখানে- ছোট্ট, কিন্তু কুয়াশা বিধুর, পারাপার অতীত। শাস্ত্র বলে- দুই পাড়ে পরস্পরের সম্পর্ক হলেই তবে গড়ে উঠে সেতু। আরো বলে- বস্তুত কোন সেতুই সম্ভব নয় সম্পর্ক বিহীন। অথচ কতোটা ধ্রুব, কতোটা সুস্থির সম্পর্ক আমাদের, সাড়াহীন, পারাপারহীন পড়ে আছি যে যার পাড়ে। ব্যর্থ হয়ে যায়- কেবলই তোমার আমার বেলায় সম্পর্ক শাস্ত্রের যত মৌল নীতিমালা কোন এক ভৌতিক খেলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।