আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট রাজনীতি ও দুদকের দুর্দিন



দুদকের শীর্ষ ব্যক্তিদেরকে সংসদীয় কমিটির সামনে হাজির হবার নোটিশ দিয়েছে সংসদীয় কমিটি। এই কমিটির চেয়ারম্যান আওয়ামীলীগের মহিউদ্দিন খান আলমগীর। অন্যতম সদস্য বিএনপির জয়নাল আবেদিন ফারুক। দুদকের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন , তারা কমিটির ডাকে যাবেন না। এই নিয়ে কমিটি এখন সরগরম।

একই সুরে কথা বললেন , আলমগীরও ফারুক। তারা বলেছেন , দুদকের শীর্ষদেরকে তাদের ডাকে আসতেই হবে। আলমগীর ও ফারুক অভিন্ন সুরে বললেন , না হয় দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য তারা সংসদকে বলবেন। (খবর - চ্যানেল আই ) দুদক কে সাইজ করার ইস্যুতে আওয়ামীলীগ ও বিএনপি ঐক্যবদ্ধ ! বিষয়টি হাস্যকর তো বটেই । যারা এই সময়েও খালেদার সেনানিবাসের বিলাসবাড়ী নিয়ে মুখোমুখি, দুদক কে দমন করতে তারা ঐক্যবদ্ধ।

বাংলাদেশে এই যে কর্পোরেট রাজনীতির উত্থান ঘটছে , তা সাধারণ মানুষের জন্য ভয়ের কারণ। দুদকের বিরুদ্ধে ক্ষোভের কারণ , দুদক বড় দুই দল সহ রাজাকার জামাতিদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করেছিল । লুটপাট কারীরা নিজেদের প্রয়োজনে যে এক হয়ে যায় - এই ঘটনা তার বড় প্রমান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.