দুদকের শীর্ষ ব্যক্তিদেরকে সংসদীয় কমিটির সামনে হাজির হবার নোটিশ
দিয়েছে সংসদীয় কমিটি। এই কমিটির চেয়ারম্যান আওয়ামীলীগের
মহিউদ্দিন খান আলমগীর। অন্যতম সদস্য বিএনপির জয়নাল আবেদিন
ফারুক। দুদকের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন , তারা কমিটির ডাকে যাবেন না। এই নিয়ে কমিটি এখন সরগরম।
একই সুরে কথা বললেন , আলমগীরও ফারুক। তারা বলেছেন , দুদকের শীর্ষদেরকে তাদের ডাকে আসতেই হবে। আলমগীর ও ফারুক অভিন্ন সুরে বললেন , না হয় দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য তারা সংসদকে বলবেন।
(খবর - চ্যানেল আই )
দুদক কে সাইজ করার ইস্যুতে আওয়ামীলীগ ও বিএনপি ঐক্যবদ্ধ !
বিষয়টি হাস্যকর তো বটেই ।
যারা এই সময়েও খালেদার সেনানিবাসের বিলাসবাড়ী নিয়ে মুখোমুখি,
দুদক কে দমন করতে তারা ঐক্যবদ্ধ।
বাংলাদেশে এই যে কর্পোরেট রাজনীতির উত্থান ঘটছে , তা সাধারণ
মানুষের জন্য ভয়ের কারণ।
দুদকের বিরুদ্ধে ক্ষোভের কারণ , দুদক বড় দুই দল সহ রাজাকার
জামাতিদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করেছিল ।
লুটপাট কারীরা নিজেদের প্রয়োজনে যে এক হয়ে যায় - এই ঘটনা
তার বড় প্রমান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।