আমাদের কথা খুঁজে নিন

   

মোশাররফের স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বিলকিস আক্তার হোসেন উপস্থিত হন। বেলা ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে বের হয়ে যাওয়ার সময় জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাওয়া হলে বিলকিসের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, “দুদক জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছিল। যা বলার দুদককে বলেছি। ”
এর বেশি কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

 
দুদকের তদন্ত কর্মকর্তা আহসান আলী বলেন, “আমাদের জিজ্ঞাসাবাদে তিনি যৌথ একাউন্টের সত্যতা স্বীকার করেছেন। তিনি আমাদের যে তথ্য দিয়েছেন তাতে অর্থ পাচারে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ”

ফাইল ছবি

বিএনপি জামায়াত জোট সরকার আমলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচার করার তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। লন্ডনের টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে ওই টাকা রাখা হয়েছিল।
ফাইল ছবি
গত বছর মার্চে অ্যাটর্নি জেনারেলের দপ্তর ও বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় এ সংক্রান্ত নথিপত্র হাতে আসার পর চলতি বছর ৬ ফেব্রুয়ারি রমনা থানায় একটি মামলা করে দুদক।


এই মামলায় গত ১২ মার্চ গ্রেপ্তারের পর থেকে খন্দকার মোশাররফ কারাগারে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক খন্দকার মোশাররফ ১৯৯৪ সাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
কুমিল্লা -২ আসনের সাবেক এই সাংসদ ১৯৯১-৯৫ পর্যন্ত তখনকার বিএনপি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত বিএনপি জামায়াত আমলে তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.