আমাদের কথা খুঁজে নিন

   

দুদকের অভিযোগ ভিত্তিহীন: মান্নান

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান তার বিরুদ্ধে আনীত দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেছেন, সত্যের মতো শক্তিশালী কোনও কিছু আর নাই। সত্য একদিন আপন মহিমায় উদ্ভাসিত হবেই।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে সেগুনবাগিচায় দুদকের জিজ্ঞাসাবাদ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

মান্নান বলেন, দেশের জন্য মুক্তিযুদ্ধ সময়কালীন আমি দুইবার আহত হয়েছি। দীর্ঘদিন দেশের মানুষের সেবা করেছি।

দেশের মানুষ জানে যে আমি কতটা স্বচ্ছ। আমি বিগত ৫ বছরে ইতিবাচক কাজ করেছি। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দেশবাসী আমাকে এজন্য মূল্যায়ন করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার উত্তর দিয়েছি।

আশা করি, ‍দুদক আমার উত্তরে সন্তুষ্ট হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি ১১টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল সাবেক এ প্রতিমন্ত্রীকে। কিন্তু নিজেকে অসুস্থ্য  দাবি করে এবং দুদকে আসার প্রস্তুতি না থাকায় সেদিন তিনি দুদকে হাজির হননি।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠান।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.