আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে আর্সেনিক রোগ নির্ণয় ও



আর্সেনিক রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা সোমবার নোয়াখালী সদর উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আর্সেনিক প্রোগ্রাম। সকালে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোক্তাদের। কর্মশালায় মূল আলোচক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের আর্সেনিক প্রোগ্রামের ন্যাশনাল রিসোর্স পার্সন দেবব্রত ভট্টাচার্য। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম ইব্রাহিমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা এ এস এম আবুল খায়ের, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম দুলাল, সাংবাদিক মেসবাহ ইল হক মিঠু। কর্মশালায় আর্সেনিক রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় জানানো হয় চলতি মাসের মধ্যে আর্সেনিক রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ২০টি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে ২জন করে কর্মী বাড়ি বাড়ি গিয়ে টিউবয়েলের আর্সেনিক পরীক্ষা করবে। কাজটি সফল করে তুলতে জনেসচেতনা সৃষ্টির লক্ষ্যে হাট বাজারে মাইকিং ও ভিডিও চিত্র প্রদর্শনর করা হবে। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.