কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়
অননুমোদিত ছুটির বিষয়ে প্রধান পন্ডিতের কারণ দর্শানো নোটিশের জবাব কাগজ কলমে না দিয়ে মাকুসুদর রহমান এ মাসের দুই তারিখে প্রধান পন্ডিতের অফিসে ঢুকে তালের লাঠি দিয়ে এলোপাথারী মারের মাধ্যমে শো কজের জবাব প্রদান করেছেন যশোর সম্মিলনী ইনস্টিটিউটের এই পন্ডিত মশাই।
প্রধান পন্ডিত মারের চোটে জ্ঞান হারালে অন্য পন্ডিতবর্গ দ্রুত তাকে স্থানীয় হাসাপাতালে ভর্তি করান। তার অবস্থা আশংকাজনক। ডাক্তাররা বলছেন, মস্তিষ্কে রক্ত ক্ষরণের জন্য প্রধান পন্ডিতের জীবন আসে আর যায়, যে কোন সময় তিনি পরপারে যেতে পারেন।
ঘটনার পর মাকসুদুর রহমান পালিয়ে গেছেন দুর কোথাও।
তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি হবে উক্ত স্কুলের কোমল মতি ছাত্রছাত্রীদের। এমন ষন্ডা মার্কা পন্ডিত মশাইয়ের অভাবে তাদের পাঠদান ব্যাহত হবার আশংকা দেখা দিয়াছে। আশা করি সরকার দ্রুত পদক্ষেপ নিবেন এবং বিভাগীয় তদন্তের মাধ্যমে এটা শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য দ্রুত চিন্তা ভাবনা এগিয়ে নেবেন।
উল্লেখ্য উক্ত পন্ডিত মশাই এর আগে দুবার অসামাজিক কাজের সাথে জড়িত থাকার কারণে গ্রেপ্তারকৃত হইয়াছিলেন।
আমাদের বড়ই আফসুস যে দেশে এই রকম পন্ডিতের সংখ্যা দিন দিন বাড়িয়া যাইতেছে, দুখের বিষয় আমরা এই তাদের সান্নিধ্য পাইলাম না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।