মোহাম্মদ এ আরাফাত এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে আওয়ামী সুবিধাভোগি আগাছা হিসেবে। তার বৈশিষ্ট হল তিন সব বিষয়ে পন্ডিত! যখন টিপাইমুখ ইস্যু এলো তখন তিনি পানি বিশারদ। বিদ্যুত দাম গনহারে বাড়ছে তখন তিনি বিদ্যুত পন্ডিত। ক্রসফায়ার ও গুম যখন আলোচনায় তখন উনি মানবাধিকারকর্মী।
সীমান্তে বিএসফের হত্যা তখন তিনি এই বিশারদ। ট্রানজিট যখন এলো তখন তিনি ট্রানজিট পন্ডিত। শেয়ার কেলেঙ্কারী,পদ্মা সেতু ও হলমার্ক কেলেঙ্কারীতে তিনি অর্থনিতিবিদ। তার তথাকথিত পান্ডিত্যের শেষ নেই, যখন যে ইস্যু তখন সেই পন্ডিত। তবে এই মহা পন্ডিতের একটাই সমস্যা তিনি আওয়ামীলীগের সমালোচনা করতে পারে না।
কালেভদ্রে করলেও বুকে কষ্ট নিয়ে করে। আওয়ামীলীগের সাফাই গাইতে গিয়ে এমন সব উদ্ভট যুক্তি দেয় যা হাস্যরসের সৃষ্টি করে। এরই মধ্যে তিনি দর্শকদের তীর্যক মন্তব্যের শিকার হয়েছেন। তখন বুঝি কেন আজকের শিক্ষকদের সমাজ সম্মান দেয় না।
এই সব বুদ্ধীজীবি বা বুদ্ধীপ্রতিবন্দীদের কারনে আজ দেশের এই হাল।
আসুন আমরা সবাই মিলে এইসব আগাছাদের বর্জন করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।