আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক। আমিনী নাই !আমারও কোন বিকার নাই ।হা হা হা কিছু কিছু (অপমানুষের )মৃত্যু সমাজের জন্য মঙ্গলজনক ও স্বস্তিদায়ক । শুনেছি,ভালোওবেসেছি পন্ডিত রবির সেতার ভালবেসেছি যারে ,এখন ভালবেসে সেও তাঁর ! এই মৃত্যুটি আমাকে শোকাহত আর শ্রদ্ধায় মাথা ঝুঁকে দেয় । ভাবতে ভালো লাগছে তিনি আমাদের জেলার ওস্তাদ আলাউদ্দিন খাঁ র মেয়ের জামাই (অন্নপুর্ণাদেবী ।তিনিও উঁচু মাপের শিল্পী ছিলেন) কথিত আছে রবি শংকর নাকি উনার স্ত্রী অন্নপুর্ণার বাজনা গোপনে রেকর্ড বাজারে ছড়িয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে অন্নপুর্ণা কতটা বাজে গায় ! ফ্রয়েড বেটাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন মানব মনের বিচিত্র খেয়ালের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।