পরে বলব! আর কত মুখ বুঝিয়া থাকিব! জন্ম লগ্ন থকে আজ পর্যন্ত একটি মাত্র সূচনা পোষ্ট আর জিরো কমেন্ট। মগ্ন কবি যেমন দূর দিগন্তে অবিরাম চেয়ে চেয়ে ধ্যান মগ্ন থাকে তেমনি ব্লগের পাতায় পাতায় দৃষ্টি নিবন্ধ করিয়া রাখিয়াছিলাম। মুখ খুলিনি, হাত চালাইনি, নিরবে সব সহিয়াছি। আর না…!
না, শাহাবাগের গগন বিদারী প্রতিবাদের ধ্বনি আমাকে জাগিয়ে তোলেনি, তোলেছে ব্লগ আর ফেইসবুকের কিছু বিপথগ্রস্ত আগাছা! শাহ্বাগ জ্বলিতেছে শ্লোগানে শ্লোগানে আর ওদের জ্বলছে অন্তর। শালা হারামীর দল, যা না পাকিস্তানে গিয়া মর।
লজ্জা করে না নিজের বায়োডাটাতে "জাতীয়তাঃ বাংলাদেশী" লিখতে? থু!
ওরে শাহ্বাগে তোদের শুধু মেয়েদের চোখে পরলো; ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে সব বয়সের মানুষ কি তদের চোখে পরে না? বলদের দল, এটুকু মগজও কি নাই, হাজার হাজার জনতা আর ক্যামেরার সামনে যে বেহায়াপনা হয় না। ওরে ডাস্টবিনের কীত, মুক্তিযোদ্ধে কি শুধু পুরুষরাই যুদ্ধ করেছিল, স্বাধীন বাংলার ইতিহাসে শত শত বিরঙ্গনাদের ইতিহাস কি তোদের জানা নাই? নাকি সবাইকে তোরা … বলবি? তোরা তো বলবিই তোরা যে রাজাকার আর পাকিদের পবিত্র বির্যে জন্ম নেয়া বীর সেনানি!
হারামীরা, এদিকে ধর্ম গেল জাত গেল বলে বলে ব্লগ-ফেইসবুক ফাটিয়ে ফেলছ, ঈমানে বুকে হাত রাইখা কও দিনি মনিটরের পর্দায় তোদের লাল-নীল ছবি ভাসেনা। হাসি পায় যখন সেই তোরা রগরগে ছবি পোষ্ট মারিয়া লাইক ভিক্ষা করিস! ১৮ প্লাস দেখলেই চোখ বড় হইয়া যায়, মুখ দিয়া লালা ঝরে। X# ( লুইচ্যার দল তখন তোদের ঈমান-ধর্ম কোথায় থাকে? আজ যখন নারী-পুরুষ এক কাতারে দাঁড়িয়ে "কাদের মোল্লার ফাসি চাই" এক দারীতে মাঠে নামছে তখন তোদের তলদেশে খুজলী হচ্ছে? যা পাকিস্তান যা, হীনা রাব্বানী যতন কইরা চুলকায়ে দিব নে।
এবার ক্ষান্ত দে, "Miles to go before.." WE "..Sleep".
আসুন, এখনো দেরী হয় নাই, আবার তোরা মানুষ হ।
(বিঃদ্রঃ বানান ও ভাষাগত ভূলত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।