যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
কলম, বই আর বউ কাউরে ধার দিলে কি হয় জানেন? কলিগ ফোন কইরা জিগাইলো।
হঠাৎ কি হইলো বুঝতে না পাইরা শুধাইলাম, কিয়া হোতা হ্যায়?
আগের মত আর থাকে না!
ওহ!
এই জন্য বেশ ফুর্তিতে আছি!
কি হুয়া? জিগাইলাম শর্টখাট।
আপনার ভাবীরে তার খালার কাছে ধার দিছি কয়েকদিনের জন্য। তার একটা বুটিক শপ আছে কয়েক রোড পড়ে। নিউইয়র্কে যে মন্দা চলতেছে, কিছু ইনকাম করুক!
ভাল করছেন, কিন্তু ফুর্তির কি হইলো?
আরে বুঝলেন না, যে মোটকা হইছিল! ধার দিলাম, দেখি একটু চিকনা হইয়া ফেরেনি! আপনার খবর কি?
কইলাম আমিওযাইতেছি ফুর্তিতে।
কেমনে?
আগামীকাল রেডিও ফুর্তিতে ব্লগ লইয়া বকবকানী করতে যাইতেছি!
কলিগ কইলো, ধারে? তাইলে যান! কুচ বাল ওয়াপস আ সাকতা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।