বর্তমান শিক্ষা ব্যবস্থায়, বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান হলো, unisex বা একলিঙ্গের প্রতিষ্ঠান। আমাদের এইচ,এস,সি পাশ করার পরে বেশির ভাগ ভার্সিটিগুলোতে কো-এডুকেশন শিক্ষা ব্যবস্থা দেওয়া হএ থাকে, এতে করে "দুই দিনের বাঁধা গরু হঠাত ছাড়লে যেমন দুই ঘন্টা যাবত দ্বিগবিদিক ছোটাছুটি করে" তেমন অবস্থা হয় আমাদের শিক্ষার্থীর মাঝে। একটা ব্যাপার লক্ষ করুন......
১) আমাদের শিক্ষা ব্যবস্থায়, যদি একেবারে নার্সারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কো-এডুকেশন শিক্ষা ব্যবস্থা থাকে, তাহলে ছেলে-মেয়েদের মাঝে কি রকম সম্পর্ক তৈরি হয়?
২) যদি ছোটবেলা থেকে একলিঙ্গের প্রতিষ্ঠানগুলোতে উঠতি বয়স পর্যন্ত যারা পড়ে, তাদের বিপরীত লিঙ্গের প্রতি কী ধারণা জন্ম নেয়?
৩) ইসলাম অতি পবিত্র ধর্ম। আমরা এর মূল্যবোধকে কোন রকমেই অগ্রাহ্য করতে পারি না। এর রীতিনীতি আমাদেরকে কি শেখায়?
এবার আমি আমার কথা বলব, আমি উভয় শিক্ষাব্যবস্থার পক্ষেই কথা বলার চেষ্টা করবো......
১) আমাদের দেশে বেশ কিছু কো-এডুকেশন ইংরেজী মাধ্যমের শিক্ষাব্যবস্থার কথা জানা।
সবাই জানে, সেখানকার পরিবেশ কী রকম?...
যদিও আমাদের দেশের "হুজুগে সংস্কৃতি" এর জন্য অনেকাংশে দায়ী।
২) ইংরেজী মাধ্যমের কথা বাদ দিলে আমি বলবো, একই ক্লাসের ছেলে-মেয়েদের মাঝে হৃদয়ের আদান-প্রদানের ঘটনা খুবই কম।
৩) যারা একলিঙ্গের প্রতিষ্ঠানগুলোতে পড়াশুনা করে, তাদের মাঝে দুটো ভিন্ন পরিণতি লক্ষ্য করা যায়...
ক) এই প্রকারের ছেলে-মেয়েরা খুব কমই বিপরীত লিঙ্গের সান্নিধ্য পায়, যার কারণে ক্ষেত্রবিশেষে এরা বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। এদের অঘটন করার প্রবণতা বেশি।
খ) এরা বিপরীত লিঙ্গের লোকদের সাথে সুপার ন্যাচারাল সম্পর্ক গড়ে।
যারা একলিঙ্গের প্রতিষ্ঠান হতে ভার্সিটিতে বা বিদেশে আসে, তাদের মাঝে এই ধরণের বিষয় ফুটে ওঠে।
৪) এক লিঙ্গের স্কুল/কলেজের ছেলেমেয়েদের বেশিরভাগই ভবিষ্যতে বিপরীত লিঙ্গের প্রতি স্বাভাবিক হতে পারে না...
৫) কো-এডুকেশন শিক্ষাব্যবস্থায়ও এমন ঘটনা মাঝে মাঝে দেখা যায়।
৬) ইসলাম কো-এডুকেশন ব্যবস্থা সমর্থন করে কি?
প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন, আমি তাদের ক্ষেত্রেই সমস্যার কথা বলছি, যারা জীবনে কোন সময়ে unisex ব্যবস্থা থেকে কো-এডুকেশন ব্যবস্থায় যায়,...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।