একইসঙ্গে মেলা আয়োজনের জন্য এখতিয়ার বহির্ভূতভাবে অনাপত্তি পত্র ও তাতে অংশগ্রহণের জন্য আদেশ জারির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “এডুকেশন এক্সপো’র নামে জারি করা মন্ত্রণালয়ের চিঠি বাতিল করা হয়েছে। এ মেলার বিষয়ে আমরা মন্ত্রণালয়ের অনাপত্তি পত্রও তুলে নিয়েছি।
এই মেলা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় শুধু অনাপত্তি দিয়েছিলো জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এ অনাপত্তি নিয়ে যা হয়েছে তাতে আমরা ক্ষুব্ধ ও বিস্মিত।
অনাপত্তি তুলে নেয়ায় এখন আর কেউ এ মেলা করতে পারবে না। ”
‘এডুকেশন এক্সপো-২০১৩’ নামের ওই মেলায় অংশ নেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি জারি করা আদেশও বাতিল করা হয়েছে।
‘এইম ওয়ার্ল্ড ওয়াইড’ নামের একটি প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করে। আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি হওয়ার কথা ছিল। মেলায় অংশ নিতে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়।
এতে মেলা আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়ের অনাপত্তির বিষয়টি জানিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোকে মেলায় অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
এরপর মেলায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে দেয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠির সূত্র ধরে ওয়ার্ল্ডওয়াইডের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠে।
নাহিদ বলেন, এখতিয়ারবহির্ভূত আদেশ জারির সঙ্গে জড়িত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
“ইতোমধ্যে সে কার্যক্রম আমরা শুরু করেছি। এর অংশ হিসেবে যার স্বাক্ষরে ওই আদেশ জারি করা হয়েছিলো তাকে শো-কজ করা হয়েছে।
”
মন্ত্রণালয়ের ওই আদেশে সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলমের স্বাক্ষর রয়েছে।
মন্ত্রণালয়ের ওই চিঠির অনুলিপি স্বাস্থ্য সচিবকে দেয়া হলে তিনি মেডিকেল কলেজগুলোকে মেলায় অংশ নিতে নির্দেশ দেন। এছাড়া সব সরকারি-বেসকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও আদেশের অনুলিপি দেয়া হয়।
এরপর ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সব বিশ্ববিদ্যালয়কে মেলায় অংশ নিতে চিঠি দেয়।
ওই চিঠিতে অংশ নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে মেলা আয়োজনে সহযোগিতা করতেও বলা হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এসব চিঠির সূত্র ধরে মেলায় অংশ নেয়ার নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর কাছে এইম ওয়ার্ল্ড ওয়াইড চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠে।
এর পরেই বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।