মানুষ ভীষন সভ্য হয়েছে আজকাল
সবখানেই সভ্যমানুষ
তাই শাটলট্রেনেও সভ্যমানুষ দেখে অবাক হইনি
এই সভ্য মানুষেরা শহর থেকে নোংরা দুর করতে তৎপর খুব
তাই যখন নোংরা কাপড় পড়া
ধুঁকতে ধুঁকতে নুয়ে পড়া,ভীত(সভ্য মানুষের ভয়ে),অর্ধমৃত এক যুবককে
শাটল ট্রেনের জানলা জুড়ে বসতে দেখলাম,সভ্য লোকেরা খেদিয়ে দিলেন তাকে
এক বেঞ্চে যাওয়া যায় নাকি!
(নোংরা কুকুর তুই)
সেই অর্ধমৃত যুবক কে আমি নেমে যেতে দেখেছি
তার ঘোলা চোখে ছিল ভয় আর আকুতি।
সে ভয় মানুষের, মানুষ দেখে নয়
আমি সন্দেহ নিয়ে আমাদের দিকে তাকাই
আমার সন্দেহ ক্রমেই পুঞ্জিভূত হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।