গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
তোমার টাকা আজ ঢাকা পড়ে গেছে খেটে খাওয়া মানুষের
গলিত লাশের বর্জ্যে।
এরপর কি করবে তুমি ?
এ যুগের নব্য বুর্জোয়া তুমি, তোমার সাথীরা
তোমরা অর্থলোভী, পিশাচ।
তোমাদের লোভের জিহবা বাড়তে বাড়তে আজ
পৌঁছে গেছে সভ্যতার বিবেকের দোরগোড়ায়।
নাড়িয়ে দিয়েছে মানবিকতার সমস্ত ভিতকে।
সেই সাথে ভেঙে পড়েছে তোমার টাকার প্রাসাদ।
আমাদের দুঃখ কি জানো ?
যাদের রক্ত-ঘামে গড়ে উঠেছিল এই প্রাসাদ
তাদের বুকের উপরই সেটা ভেঙে পড়েছে।
এ তোমার পাপের ফল।
যা প্রচন্ড আক্রোশে খামচে ধরেছে সভ্যতার বিবেককে।
পৃথিবীর ভয়াবহতম মানবিক বিপর্যয়ের উদাহরণ হয়ে থাকবে
চব্বিশে এপ্রিল, সাভার ট্র্যাজেডি, রানা প্লাজা।
সে উদাহরণ গড়েছো তুমি, তোমরা।
শাস্তি তোমাদেরকে পেতেই হবে।
আজ সাভারের আকাশে-বাতাসে গলিত লাশের গন্ধ
হাসপাতালের বিছানায় অসহায় বিকলাঙ্গ মানুষের আর্তনাদ
ওদের স্বজনদের বুকফাটা হাহাকার।
এসব কিছুর দায় পরিশোধ না করে তোমরা আজ পালাতে পারবে না।
তোমাদের অর্থ-ব্ত্তি-প্রতিপত্তি-ক্ষমতা-রাজনৈতিক ছত্রছায়া
এসব কিছুর চেয়ে ক্ষমতাবান সাধারণ মানুষের ক্ষোভের আগুন।
সে আগুনে তোমাদেরকে দগ্ধ হতেই হবে।
যেমন করে দগ্ধ হয়েছিল তাজরিনের শ্রমিকের দেহগুলো
যেমন করে আজ গলে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে
রানা প্লাজার শত শত শ্রমিকের দেহ।
তেমন করে তোমাদের তৈল চর্বিত নাদুস নুদুস দেহগুলোকে
গলিত বর্জ্যে পরিণত করতে পারলে তবেই
আমাদের বিবেকের আহাজারি কিছুটা প্রশমিত হবে।
শোন তোমরা, মানুষের উর্দিপড়া রক্ত পিপাসুরা।
আজ সাভারের বাতাসে গলিত লাশের যে গন্ধ
সে গন্ধ আসলে তোমাদের শরীরের।
হাত দিয়ে টিপে দেখো শরীরের কোন জায়গা
সেখান থেকে খসে পড়বে দলা দলা গলিত মাংস।
অবাক হবার কিছু নেই।
খেটে খাওয়া যে শ্রমিকদের শরীর আজ
গলিত লাশ হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে
তোমরা তো সেই মানুষগুলোর রক্ত-ঘামে গড়া
নাদুস নুদুস একটি টাকার থলি।
তোমাদের শরীর থেকে তো দুর্গন্ধ বের হবেই।
সেই দুর্গন্ধ থেকে সমাজকে বাঁচাতে হলে
তোমাদের শরীরগুলোকে চাপা দিতেই হবে।
কিন্তু দুঃখ একটাই।
তার বিনিময়ে আমার খেটে-খাওয়া ভাই-বোনকে
আমি আর ফেরত পাব না।
তোমাদের কারণে বিকলাঙ্গ হয়ে যাওয়া আমার ভাই-বোনেরা
আর খোঁজে পাবে না তাদের স্বাভাবিক জীবনের ঠিকানা।
তবু আমরা চাই, তোমাদের কবর হোক।
কবর হোক এ যুগের নব্য বুর্জোয়াদের,
অর্থপিশাচ, খুনীদের।
এমনভাবে কবর হোক যেন ওদের গলিত লাশের গন্ধ
কখনও কোনভাবে সভ্যতার বিবেককে কলুষিত করতে না পারে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।