আমার অসম্পূর্ণ জগৎ
তোমার সবকিছুই জানি আমি।
তোমার দেহ, মন প্রাণ
সবকিছু জুড়েই আছি আমি।
তুমি রয়েছ আমার ভেতর আর
তোমার ভেতর আমি।
তোমার সবকিছুই দেখি আমি
তুমি কখন ঘুমোতে যাও, সকালে কখন ওঠ,
সবই জানা আছে আমার।
তোমার ভেতর সব সময়ই থাকি আমি
হয়ে তোমার ছায়ার মতন।
তোমার ভাললাগা-মন্দলাগা
সেও আমার মনের সিন্দুকে বন্দী।
বাঁহাতের তর্জনী আর মধ্যমার
ঠিক যেখানটায় তুমি সিগারেট ধর,
সেটাও আমি খেয়াল করি।
আনমনে তোমার চুলের ভেতর
যখন হাতের আঙ্গুল চালাও,
সে দৃশ্যও আমার চোখ এড়ায় না।
তোমার ঠোঁটের বাঁ কোনে যে তিলটা আছে,
সেও আমার খুব পরিচিত।
তোমার পড়ার টেবিল, তোমার বইয়ের ভাঁজে ভাঁজে
আমি লুকিয়ে থাকি।
তোমার কথার স্রোতে হারিয়ে যাই দূরে বহুদূরে।
আমার নাম ধরে তুমি ডাকলে
আমি অবশ হয়ে যাই।
প্রথম যেদিন তুমি কাঁপাকাঁপা গলায় বললে, ভালবাসি;
সেদিন থেকেই তোমায় আমি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ করি।
তোমার সবকিছুই ভাললাগে আমার,
তোমার চলা, তোমার হাটা, তোমার হাসি,
সব সব সব !
তোমার প্রেমে আমি পাগল, মাতাল,
ছন্নছাড়া হয়ে গেছি,
কিছুই জানি না আমি আজ, জানতে চাইও না।
আমি শুধু জানি তোমায়, আমি শুধু চিনি তোমায়,
আর জানি, তোমায় আমি ভালবাসি।
আমায় তুমি গ্রহন কর, আমায় তুমি রক্ষা কর।
আমার আমিতে প্রবেশ কর তুমি।
তোমার সবকিছু জুড়েই আছি আমি।
তুমি আছ আমার ভেতর আর
তোমার ভেতর আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।