হায় খোকন ভাই, সবসময় কালো জামা, কালো প্যান্ট পড়তেন। আপনাকে ডাকতাম ব্ল্যাক গাই বলে। কখনো আপনাকে অন্য কোনো রঙের পোষাকে দেখিনি। সেই কিনা আজ সাদা কাপড়ে নিজেকে জড়িয়ে নিলেন! আপনার মৃতু্ এতটা অস্বাভাবিক, এতটা হৃদয়বিদারক যে সে-সম্পর্কে কিছুই বলতে ইচ্ছে করছে না। শুধু মনে পড়ছে, আপনি বলতেন, আপনার ছোট ছেলেটা আপনাকে জিড়িয়ে না ধরে ঘুমাতো না, যতক্ষণ আপনি বাসায় না যেতেন।
আপনার জন্য যে অপেক্ষা করত। আজ রাতে কি করে ঘুমাবে সে। আপনি যে আগেই ঘুমিয়ে গেলেন! যখন সংবাদ পেলাম যে এক্সিডেন্ট করেছেন। ভাবলাম, সামান্য কিছু হবে। পরক্ষণেই জনলাম, আপনি নেই।
ঘাতক তেলবাহী লরী আপনার জীবন কেড়ে নিয়েছে। আলম আহত। ছুটলাম। আপনাকে পেলাম রাস্তার ধুলোর মাঝে। আপনি শুয়ে আছেন।
এতটুকু বদলান নি। শুধু কিছু থক থকে রক্ত। আহ্। আপনাকে ডাকলাম, খোকন ভাই, শুনছেন, আর কখনো আপনাকে বিরক্ত করব না ছবি চেয়ে, ONE POTATO TWO POTATO থাক। Potato-r মতন রক্তাক্ত আপনি উঠে দাঁড়ান।
প্লিজ খোকন ভাই। কিন্তু সমস্ত কালো, শোক আজ সাদাতে শুধু ঢেকে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।