আমাদের কথা খুঁজে নিন

   

খোকন তুমি

দোয়েল নাচে গাছের ডালে
ফড়িং নাচে ঘাসে
ফুলের গন্ধে প্রজাপতি
ফুলের বনে আসে।
 
পাখির গানে ফুল ফোটে রোজ
ফুলের সমুদ্দুরে
চাঁদের আলো খুকুর ঘরে
মেজাজটা ফরফুরে।
 
রংধনুটা রঙের খেলায়
বানায় রঙিন সাঁকো
রোদ বৃষ্টির সন্ধিক্ষণে
রংতুলিতে আঁকো।
 
ইশকুলে যাও খোকন তুমি
সঙ্গে নিয়ে বই
ওই দেখো না রংধনু হয়
মেঘের দেশে মই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।