খোকন সোনা
আজিম হোসেন আকাশ
আকাশ জুড়ে মেঘ জমেছে
বৃষ্টি এলো ওই,
মাগো তোমার খোকন সোনা
ঘরে এলো কই?
সাত সকালে বের হয়েছে
অল্প কিছু খেয়ে,
দুষ্টুমিতে মগ্ন বুঝি
খেলার সাথী পেয়ে।
পুকুর পাড়ের আম গাছেতে
মারল যখন ঢিল,
রহিমউদ্দিন দৌড়ে এসে
মারল ছুঁড়ে কিল!
কেঁদে কেঁদে তোমার ছেলে
ফিরল যখন ঘরে,
সোহাগেতে জড়িয়ে নিলে
জিজ্ঞেস না করে।
মাগো আমি ছোট্ট যখন
ছিলাম তোমার কোলে,
এমনি করে আদর সোহাগ
আমায় দিয়েছিলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।