mrchy_84@yahoo.com
কচু পাতার উপর জমানো পানির মতো
তোমার দুচোখে টলটল করছিল জল
বুঝে উঠতে পারিনি সেদিন
এ কি ছিল বাস্তব না ছল।
আমার কারণে ঝরেছে জল তোমার চোখে
আমি তাই আজো মর্মাহত সেই দুঃখে
ঝরেছে বৃষ্টি ঝরেনি কথা
তব হায় মন বুঝে না তথা।
না ব্যক্ত কথা বুঝিতে হবে হায়
এ কথা বুঝে নেয়া আসলেই বড় দায়
দেখেছি অনেক শুনেছি এ কথা
এ যেন হয়েছে এখন আমাদের প্রথা।
মনের কথা মুখে বলিলে কি দোষ
তাতে বরং মন মেজাজ থাকিবে খোস
তবু যেন কারো চোখে ঝরেনা আর জল
আজ থেকে মোরা তাই পণ করি চল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।