নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !! ১৯৭২ সালের ১০ জানুয়ারী দেশে ফিরার পর হৃদয়ের রুদ্ধ আবেগে অশ্রুসিক্ত বঙ্গবন্ধুর বক্তব্যের কিছু অংশঃ
"আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে। আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে"।
"আমি কারাগারে ছিলাম, ফাঁসিকাষ্ঠে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আমি জানতাম আমার বাঙ্গালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না, আমার বাংলার মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না"।
"তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই। মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙ্গালির কাছে দিয়ে দিও"।
"কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি বাঙ্গালিরে হে বঙ্গজননী রেখেছো বাঙ্গালি করে মানুষ কর নি। কবিগুরুর মিথ্যা কথা আজ প্রমাণ হয়েছে। আমার বাঙ্গালি আজ মানুষ"।
"আমি জানতাম না আমার ফাঁসির হুকুম হয়েছে। আমার সেলের পাশে আমার কবর খোঁড়া হয়েছে। আমি বলেছি, আমি বাঙ্গালি, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম, আমার মৃত্যু আসে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙ্গালি জাতিকে অপমান করে যাব না। তোমাদের কাছে ক্ষমা চাইব না।
এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙ্গালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার মা"। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।