আমাদের কথা খুঁজে নিন

   

রবিউল হত্যা: সাতক্ষীরার ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আহম্মেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উত্তর কাফরুলের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “কাফরুল থানা পুলিশের সহযোগিতায় আবদুল মজিদকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ। ”
মজিদ সাতক্ষীরার শিয়ালডাঙ্গা গ্রামের প্রয়াত রজব আলী বিশ্বাসের ছেলে। তিনি সাতক্ষীরা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
গ্রেপ্তার মজিদ শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

তাকে নিয়ে এ হত্যা মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হলো বলে সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী জানান।
সাংবাদিকদের তিনি বলেন, রবিউল হত্যাকাণ্ডের পর থেকেই মজিদ বিশ্বাস পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল কাশেম কাফরুল পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।
গত ২৬ অগাস্ট রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা বাজার থেকে বাড়ি ফেরার পথে শিবপুরের হরিশপুর তেঁতুলতলা এলাকায় খুন হন রবিউল। কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


এ ঘটনায় বিএনপি নেতা মুজিদসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি দেখিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেন রবিউলের ভাই আনারুল ইসলাম।
মামলা হওয়ার পরদিন গত ৩১ অগাস্ট সাবেক সাংসদ আবদুল খালেকের ছেলে শামীম হাসানসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.