আমাদের কথা খুঁজে নিন

   

লিটলম্যাগ ও ফেসবুক



শোয়াইব জিবরান ছাত্রজীবনে লিটলম্যাগ শব্দপাঠ এর এক একটি সংখ্যা বের করতে জান বাইর হই যাইত। মূল সমস্যা ছিল টাকার। বিজ্ঞাপন এমনিতেই পেতাম না। তার উপর থাকতাম জাহাঙ্গীরনগর আল বেরুণি হলে। ওখান থেকে শহরে এসে বিজ্ঞাপন যোগাড় করা ছিল সত্যি কষ্টের।

অগত্যা একমাত্র ভরসা ছিল পিতৃদেবের পাঠানো মাসোহারা। তাও কত? মাসে মাত্র ১০০০-১৫০০টাকা। ও দিয়ে বান্ধরীরে নিয়া বড়জোর এক সপ্তাহ চলতো। তারপর বাকী মাস বান্ধবীই ভরসা। নবাব ফয়জুন্নেসা হলের সামনে গিয়ে বসে থাকলে দুপুর আর সন্ধ্যার খাবারের ব্যবস্থা হয়ে যেত।

এমনকী হাত খরচসহ। অনতিবিলম্বে এরসাথে যুক্ত হয় লিটলম্যাগের ঝামেলা। মাঝে মধ্যেই গিয়ে বলি, সোনা সব হয়ে গেছে শুধু কাগজের দামটা যোগাড় করতে পারিনি। ধার দাও। বিজ্ঞাপনির বিল পাইলেই দিয়া দিব, কসম।

ও মুচকি মুচকি হাসতো। একদিন ৫ফর্মার লিটলম্যাগখানি নিয়ে হাজির হইতাম শাহবাগে। ছাপতাম তিনশ কপি। দশকপি রাখতো বিজু, পাঁচকপি সন্দেশের চৌধুরী। টাকা দিত না।

পরের সংখ্যার জন্য সেইম কাহানিয়া। আর এখন কী সহজ। নতুন লেখা লিখছো? পোস্ট করি দাও ফেসবুকে। ৫ হাজার বন্ধু পাই যাইব সাথে সাথে! কোথায় ৩০০ কপি আর কোথায় ৫ হাজার। ধন্যবাদ বাবা জোকারবার্গ।

আগে কেন আইলি না। তাইলে আমারে যৌতুক ছাড়া বিয়ে করতে হইত না। যৌতুক নিমু কী বিয়া কইরাই কুল পাইলা, এতটাকা ধারের মামলা, বাপরে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.