আমাদের কথা খুঁজে নিন

   

সুনীল সমুদ্রের ক্যামেরায় ও কমিকস-এ এবারের পিকনিক

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

ব্লগারদের আয়োজিত পিকনিককে আমি একটু আলাদাভাবেই দেখি। একটি নির্দিষ্ট গন্তব্যে যাওয়া, কিছু সময় কাটানো, কিছু ভালো খাওয়া দাওয়া, তারপর হৈ হুল্লোড় করে ফিরে আসা- এই বৃত্তবন্দী পিকনিক-ছকের বাইরেও যে কারণে ব্লগারদের পিকনিক অনুষ্ঠানের আয়োজন আমাকে খুব বেশী করে কাছে টানতে থাকে, তা হচ্ছে ভার্চুয়াল জগতের চেনা-অচেনা ব্লগারদের সাথে পরিচিতির ব্যাপক সুযোগ। নিতান্ত বিপাকে না পড়লে সে সুযোগটি আমি হাতছাড়া করতে চাইনা কখনোই। এবারেও যখন বসন্ত পিকনিকের ঘোষণা এলো, আমার ভেতরে অনুভব করতে থাকি একটি আনন্দের অণুরণন। একটি সুন্দর সময়ের জন্য সুমোহন এক অপেক্ষা.. ।

তাহলে সত্যিই শেষপর্যন্ত আবার হতে যাচ্ছে পিকনিক! আবার ব্লগাররা একত্রিত হচ্ছে এক মোহনায় ! আবার একটি আনন্দময় ঝরণাধারার উষ্ণ ফল্গুধারার পাশে এক হবে তারা ! আবার তারা কথা বলবে-প্রিয় ব্লগারদের সঙ্গে। প্রিয় সব অনুভব নিয়ে। প্রিয় সব দেখা-অদেখা মানুষের হৃদ্যতার অনুপম উষ্ণ ছোঁয়ায়.... । হয়তো এমন হবে, হাতে হাত মেলাতে গিয়ে এক ব্লগার আরেক ব্লগারকে উদ্দেশ্য করে বলবেন- আরে! আপনি তো দেখি একেবারেই অন্যরকম! না জেনে, না দেখে আপনাকে কতো গালাগাল দিয়েছি ব্লগে! পিকনিকের দিনটিকে ঘিরে এমন সব শুভ সুন্দর প্রত্যাশার ডালপালা-ই ভেতরে ভেতরে বিস্তৃত হচ্ছিলো । পিকনিকের দিনটিতে গিয়ে অতঃপর সেইসব প্রত্যাশার নীরব নিভৃত বৃক্ষ সরব হয়েছে -পরিপূর্ণ সার্থকতায়।

স্পটে পৌছাতে দেরী হয়ে যাওয়া আর খাবার আসতে দেরী হওয়া-এই দুটি অঘটনকে বাদ দিলে পিকনিকের আর সব আয়োজন সুন্দর স্পটের নয়নাভিরাম প্রকৃতির স্পর্শে মোটামুটি সূচারুভাবেই সম্পন্ন হয়েছিল । পিকনিকের পরিশ্রমী আয়োজকরা, বলা যায়, অনেকাংশেই সফল হয়েছেন। পিকনিক নিয়ে ইতিমধ্যে অনেকগুলো পোষ্ট হয়েছে ব্লগে। সামহয়্যারের অনিয়মিত ব্লগার হিসাবে আমি প্রায় দশ দিন পর যে পোষ্টটি নিয়ে হাজির হলাম- তার বিষয়বস্তু আমার নিজের কাছেও প্রথম। অর্থাৎ এই প্রথমবারের মতো আমি ছবি ব্যবহার করে কমিকস বানালাম।

কেবলমাত্র হিউমার-এর দিকে লক্ষ্য রেখেই কমিকস গুলো তৈরী করেছি, আশাকরি ছবির সাথে সংশ্লিষ্ট সকলে কমিকস বা কৌতুকগুলোকে সহজভাবেই নেবেন। ১. যার যার স্বপ্ন ২. কীভাবে কালপুরুষ.. ৩. ২৪ নম্বর নিক...(?) ৪. সিরিয়াস টক থেকে দূরত্বে... ৫. বিব্রত মাণিকজোড় ৬. কার তোলা ছবি কেমন ? ৭. ভাবনা -ব্লগে প্রথম পোষ্ট ৮. তিন এর পর আরেক তিন ৯. হুল্লোড়ে দেখা ১০. ব্লগে শান্তি প্রতিষ্ঠা ১১. মেডিকেল ছাত্রী ১২. পানি গোনা ১৩. ক্ষুদে সাংবাদিক ১৪. নড়বড়ে সাঁকোতে উঠে সারিয়া যখন বিপদে-১ ১৫. নড়বড়ে সাঁকোতে উঠে সারিয়া যখন বিপদে-২ ১৬. মোবাইলে মগ্ন ১৭. কবি হয়ে ওঠা ১৮. কথা আদায়ের কঠিন আবদারে.. ১৯. পাঞ্জায় পথিক ২০. মডারেশন ও ব্যান ২১. আচার যখন উপকারে.. ২২. উত্তাপে আচার ২৩. হ্যান্ডসাম বনাম হরর পথিক ২৪. প্রাপ্তি ও পরিত্যাগ-১ ২৫. প্রাপ্তি ও পরিত্যাগ-২ ২৬. আসল প্রাপ্তি-সাধের লাউ ২৭. কবি কীভাবে কমিকস বানালেন..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।