জীবনের জন্যই এই সব কথামালা জ্যোৎস্নায় মাদুলি পাতার দিন মনে গেঁথে আছে
অলৌকিক আলোয় খুজেছিলাম কবিতার মুখ
অকস্মাৎ ইথারে ভরাট কন্ঠের আগমনী বার্তায়
জেনেছিলাম, জীবনের কথাগুলোই শ্রেষ্ঠ কবিতা।
শিউলি ফুলের গন্ধ ছাপিয়ে আমাদের উপোস জীবন
কেউ কথা না রাখার বেদনা ছাপিয়ে স্বপ্নাতুর চোখ
আমি বুঝে গিয়েছি, নীরার জন্য একপেষে প্রেম আমার
আমি তার ওষ্ঠে আঙ্গুল ছোয়াতে চাই, চোখে উন্মাদ
পূর্ব পশ্চিম সীমান্তে আত্মার টান খুঁজে কাটে দিন-রাত!
অসম্ভব জেনে ও স্বপ্নের পথে হাঁটি, কবিতার কথা বলি
নাওয়া খাওয়ায় একজন কবি সংগী হয়ে থাকেন-
জীবনের সহজ পাঠ নিয়ে, মাতৃভূমে নিজেকে সপে দিয়ে
দূর্বোধ্য বেচে থাকায় আমায় জল তুলে দেন কবি সুনীল!
থেমে যাওয়া শব্দের প্রতিবিম্ব নিয়ে আকাশে চোখ রাখি
বলি, নীরাকে ভালোবাসায় মুগ্ধ করার জাদু টুকু আমায় দিন;
এই ভিষম বাচায়, অবাক ভালোবাসায় আমিও কবি হই!
কিংবা প্রিয় কবি, পাশে বসুন, জাগিয়ে রাখুন আমাদের। ।
প্রিয় কবিকে নিয়ে অজস্র অনুভূতি, মন খারাপ করা অজস্র অনু সময় যাচ্ছে। কবিতা এতো প্রিয়, দুজন কবির কল্যানে।
একজন সুনীল, আরেকজন জীবনানন্দ। বাকী জীবন গল্প করা যাবে, সুনীলের জীবনকালের কিছুটা আমার বেড়ে উঠার সময়! এই যে টুকটাক অ আ লিখি, সুনীল পাঠেই এই সাহস জন্মেছিলো। মনে হয়েছিলো, কবিতা মানে দূর্বোধ্যতা নয়, সহজ শব্দে জীবন পাঠ! নিজে ও অনুভুতি লিখার দুঃসাহস শুরু করলাম। অনেকগুলো প্রিয় কবিতা, লেখা যিনি দিয়ে গেলেন, তাকে ভেবে কোটি পাঠকের একজনের ক্ষুদ্র ভাবনা এটি। ভালো থাকুন প্রিয় কবি, প্রার্থনা!
প্রিয় কবিকে নিয়ে পশ্চিম বাংলার আনন্দবাজারের কয়টি ফিচারঃ
যেমন দেখেছি - আবীর মুখোপাধ্যায়
তোমার সাথে প্রাণের খেলা - স্রবন্তী বন্দোপাধ্যায়
সুন্দরের ষড়যন্ত্র : সুনীল গঙ্গোপাধ্যায় - সঞ্জয় মুখোপাধ্যায়
স্মরণে সুনীল - বর্তমানের কবি রা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।