প্রিয় সুনীল, আকাশটা তখন হয়তো মেঘে বিষন্ন ছিল; কিংবা ফকফকা সুখ। ছিলাম ঘুমিয়ে। বুঝিনি। তাই চাপা কষ্ট। নীল বেদনা। ৩৩ বছরেও কথা না রাখার আক্ষেপ আমাদের কাছে জমা রেখে চলে গেলে তুমি। নতুন সূর্যকে ফাঁকি দিয়ে, ঘুম থেকে চিরঘুমে। ক্ষ্যাপা মস্তিষ্কে বরাবরই গান শোনায় তোমার জমা রাখা আক্ষেপের ব্যক্তিগত সংস্করণ : ৩৩ বছর কেটে গেল... কথা রাখবে কী... কেউ তো কথাই দিতে চায় না। প্রিয় সুনীল, ভালো থাকো; হূমায়ূনের সাথে দেখা হলে বলো, তাকে থুব মিস করছি...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।