আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির বিস্মৃতি

ডা: শাহরিয়ারের পোষ্ট
বাংলা সিনেমা একটি কমন ঘটনা স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাওয়া। নায়ক বা নায়িকা মাথায় আঘাত পেলেই দর্শকরা তৈরী থাকেন পর্দায় কিছুক্ষনের ভেতর একজন ডাক্তার এস গম্ভীর গলায় ঘোষনা করবেন রোগীর এমনেসিয়া বা স্মৃতি বিস্মৃতি ঘটেছে। এবারের পোষ্ট এমনেসিয়া নিয়ে। এমনেসিয়া - মানে পূর্ন বা আংশিক স্মৃতি নষ্ট হয়ে যাওয়া। এটি সাধারনত একটি সাময়িক অবস্থা।

মস্তিস্কের আঘাত ( শারীরিক বা মানসিক ) থেকে এমনেসিয়া বা স্মৃতির বিস্মৃতি ঘটতে পারে। এছাড়া স্ট্রোক, ব্রেন টিউমার ইত্যাদির কারনেও স্মৃতির বিস্মৃতি ঘটে। এমনেসিয়ার ধরন - স্মৃতির বিস্মৃতি নানান ধরনের হয় যেমন এন্ট্রোগ্রেড - এই রোগীরা অতীত ভুলে না গেলেও বর্তমানের কাজগুলো ভুলে যায়। রোট্রোগ্রেড - এই রোগীরা অতীতের স্মৃতি ভুলে যায়। কোসারকফ - অতিরিক্ত মদ্যপানে এই স্মৃতির বিস্মৃতি ঘটে।

রোগী অতীতের ঘটনা বা গল্প মনে করতে পারে না। এছাড়া ট্রমাটিক, ইনফেন্টাইল এবং হিস্টেরিক এমনেসিয়া রয়েছে। এমনেসিয়ার চিকিৎসা হিসাবে সিনেমা টিভিতে পুনরায় মাথায় গদা জাতীয় বস্তু দিয়ে আঘাত করার বিষয়টি দেখালেও এটি ঠিক নয়। ফিজিওথেরাপি এবং সাইকোথেরাপি এমনেসিয়ার চিকিৎসা হিসাবে উপকারী। সবাইকে ধন্যবাদ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।