বিকট
মাঝরাতে কেউ সাঁঝবেলা স্মৃতি খোঁজে
আঁধোঘুমচোখে চুমবেলা ঠোঁটে মুখ।
মাঝরাতে কেউ আয়েশে দুচোখ বোজে,
জীবনের সাথে ব্যবসা মিটিয়ে সুখ।
মাঝরাতে কেউ পা টিপে পাশঘরে
হৃৎস্পন্দনে ভাঙে সব নীরবতা।
মাঝরাতে এই নিশ্চুপ চিৎকারে
আড়মোড়া ভাঙে সুপ্রাচীন আদিমতা।
মাঝরাতে মেয়ে প্রসাধন কালিমায়
হেঁটে চলে পথে মুখেতে মদির হাসি।
মাঝরাতে কেউ শব্দকে খুঁজে পায়,
কালি-কাগজের শিৎকার অবিনাশী।
মাঝরাত দেখে সবই ঈগলের চোখে,
খেরোখাতাতে হিসাব মিলিয়ে হাসে।
মাঝরাত বুড়ো পাকা খুব মাপজোখে,
কাম,স্বপ্ন,স্মৃতিকে বিকোতে আসে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।