আমাদের কথা খুঁজে নিন

   

মাঝরাতে আলোড়ন পিয়াস

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

মাঝরাতে কেঁপে ওঠে আলোড়ন আঁধারে আঁধারে, আঁধার মনের ভেতরে এবং বাহিরে আশেপাশে রন্ধন পটিয়সী অনুমেয় অনুপাতে মিশিয়ে নেয় রন্ধন উপকরন তেমনি মন গভীরে এক উনুন এর উপর নিসঙ্গ পাত্রে স্বপ্ন , শয়ন এবং কল্পনার আশ্রয়ে কষ্ট পটিয়সী মিশিয়ে নেয় অভিজ্ঞতার রসদ গুলো বাস্তবতার তুষের সাথে যেখানে আঁধার হলো পাত্রের গায়ে জিইয়ে রাখা উত্তাপ। রাত গভীরতায় সুখের রস বেয়ে পড়ে মনের কান্ডে সকালে গেঁজে ওঠে বলে নেশার আশা জাগা ভোর গুলো ভোর থাকেনা , হয়ে ওঠে সুরাখানার মাটির কলস।। মাতালের আলোড়নের মাঝে গ্রহনযোগ্য বাস্তবতার নক্ষত্র খুঁজে ভুল করতে চাইবেনা কোন বিজ্ঞ মৈথুন প্রেমী বিশারদ তাই বলে আঁধারের আলোড়ন পিয়াস থেমে থাকেনা নিয়তির, থেমে থাকেনা মাঝরাতে আধাঁরের ছায়ার ভাস্কর্য প্রতিপালন কোন এক নিশীপ্রেমীর মনজুড়ে আপন কষ্টে কারও ভালবাসায়। ২৪/১২/০৮

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।