আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ করার মজাই আলাদা!



আওয়ামীলীগ করার মজাই আলাদা। খুবই মজা। যাই হোক না কেন নো টেনশন। যেমন রাবিতে ধাওয়া পাল্টা ধাওয়ার মামলায় শিবিরের ৭৫জন কে গ্রেফতার করা হয়েছে অথচ তাদের সেক্রেটারীর মত বড় নেতাকে খুন করার পর মামলা হলেও কেউই গ্রেফতার হয়নি। দারুন মজা তাইনা।

আবার দরুন বিডিআর ঘটনায় গ্রেফতার হলো আওয়ামীলীগ নেতা অথচ সেদিকে কারও খেয়ালই নেই যেন, সব খেয়াল আজম ভাইয়ের দুলাভাইয়ের সংগঠন জেএমবির দিকে। খুবই চমৎকার তাইনা। আবার ধরুন প্রায় সকল কলেজে ভর্তি বাণিজ্যের কথা পত্রিকায় আসলেও এনিয়ে মাথা ব্যাথারও কেই নাই। আবার ক্যাম্পাসে নিজেদের মারামারি হলেও ইহা অনুপ্রবেশকারীদের কান্ড বলে দিব্যি চালিয়ে দেয়া যাচ্ছে। ঢাবিতে নিজেদের কর্মীর কোন্দলে একজনের রগকাটা হলেও কই কেউতো রগকাটা বলছেনা।

বিতাড়িত ছাত্রদের জামা কাপড় কম্পিউটার ইত্যাদি বিক্রির জন্য নোটিশ দিলেও কেউতো কিছুই বলছেনা। আসলে আওয়ামীলীগ করার মজাই আলাদা। আসুন সবাই মহাসমারোহে দিনবদলের প্রত্যয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলে দলে পথ ধরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.