আমাদের কথা খুঁজে নিন

   

সিক্ত ভালবাসা

পাগল কবি

আমার ভালবাসা সখী পর্বত নয় যতই আঘাত হানো রইবে অটল, আমার ভালবাসা সখী পেলব তরল সুধা সঞ্চিত করে রাখা জলাশয়। আঘাতের ঢেউ খেলে উপরেই তার অন্তরে সুশীতল গভীর অতল, বাহিরে যতোই বয়ে যাক ঝড়-জল হৃদয়ে অনন্ত প্রেমের জোয়ার। আমার ভালবাসা সখী বৃষ্টি ধারায় তিলে তিলে করে তার প্রাণ সঞ্চয়, ভালবাসা জলাশয় সিক্ত হৃদয় সীমানা ছাড়িয়ে তার প্রসার বাড়ায়। মিষ্টি কথার কোন প্রলোভনে নয়, আমার ভালবাসা সখী চোখের তারায়, চোখের আড়ালে তা যতোই হারায় মনের গোপনে রয়ে যায় অক্ষয়। আমার ভালবাসা সখী তরল আকার হাতের মুঠোয় তাকে ধরে রাখা দায়, পাওয়া না পাওয়ার কোন হিসেব খাতায় খুঁজতে যেয়ো না একে প্রেয়সী আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.