আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় কর্তৃপক্ষ, ছোটদের সামহয়্যারইন আনব্লক করুন। আমরা অধীর আগ্রহে বসে_ পথকলিদের জন্য কিছু করার জন্য

আই লাভ মাইসেল্ফ
সময়টা খুব কঠিন যাচ্ছে নাকি মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। মানুষের আন্তরিকতা, মায়মমতা আর পারস্পরিক সহমর্মিতা দিন দিন ক্ষয়ে যাচ্ছে বেশ। ভাবলে বুঝতে পারি, কষ্টে মনটা টনটন করে উঠে। চোখের কোণ ভিজে উঠে মানুষের নৃশংসতা দেখে। আবার মানুষের ভালোবাসা দেখেই আমরা আনন্দে কেঁদে উঠি।

কী আচানক! কেমন করে এমন হয়? যেই মানুষ ভালোবাসতে জানে, পেতে জানে ভালোবাসা সে কেমন করে নৃশংসতায় ডুব মারে? সম্ভব, এটা সম্ভব। পরিবেশ আর পারিপার্শ্বিকতা মানুষকে অমানুষ করে তুলে দিনের পর দিন যাতনায়। ২. বাংলায় একটা কথা আছে_ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। কথাটা সেই ছোটবেলা থেকেই জানি। কিন্তু তখন অর্থ বুঝতাম এক রকম আর এখন বুঝি আর এক রকম।

জানি, ছোটবেলায় যে অর্থে ভাবতাম তা সঠিক নয়। সত্যি কথা, আমরা যদি চাই, আমরা যদি ভালেবাসি দেশকে, ভালোবাসি মানুষকে তাহলে সম্ভব। বেশি কিছু নয়, শুধু আপনার পাশের শিশুটিকে যত্নে গড়ে তুলুন, সঠিক শিক্ষা দিন, তাকে শিখান কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, কীভাবে মানুষের ভালোবাসা পেতে হয়, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। ৩. মাননীয় কর্তৃপক্ষ, ছোটদের জন্য আপনারা একটি ব্লগ খুলেছেন। আমরা কৃতজ্ঞ।

যদিও আমরা গ্রুপ না চেয়ে সম্পূর্ণ একটি নতুন ব্লগ চেয়েছিলাম ছোটদের জন্য। যেমন_ বাংলা, ইংলিশ বাটনের পাশে "ছোটদের সামহয়্যারইন" নামে একটি বাটন থাকবে যেখানে ক্লিক করলে সম্পূর্ণ সামহয়্যারইন ব্লগটি ছোটদের সামহ্য়্যারইন ব্লগে রূপান্তরিত হবে। পরে ইশতিয়াক ভাইয়ের কাছে শুনলাম, আপাতত গ্রুপ করেই ব্যাপারটা পরীক্ষা-নীরীক্ষা করতে চান আপনারা। যাই হোক, গ্রুপ করা হয়েছে বেশ কয়েকদিন হলো। আবেদন করেছিলাম সদস্য হওয়ার জন্য।

এখন আমাদেরকে অবমুক্ত করুন। যেনো ছোটদের জন্য লেখালেখি দিয়ে গ্রুপটির স্বার্থকতা তৈরি করা যায়। ছোটদের কিছু উপকার করা হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.