খালেদা জিয়া
"মত প্রকাশের আমার নিজস্ব কোনো ক্ষমতাই নাই |
জনপ্রতি ভিন্নমতাবলম্বী এই দেশের গদি তাই আমারই|"
শেখ হাছিনা
"আমি কখন যে কি বলি
কেনই যে বলি, নিজেই বুঝি না|
তাই এ দেশের সিংহাসনটা আমার|
কারন এ দেশের প্রতিটা মানুষ খুব বেশি বুঝে| "
গোলাম আযম
"জানের জিগরে আমার পাকিস্তান।
সাচ্ছা মুসলমান, তাই আল্লাহ রে ভয় করি না|
হিন্দুস্তান (৭১ এ তাই নিজের মা বোন কে হানাদার শিবিরে....... ) আর আম্লিক (বর্তমান কাল এ তাই বিন্পিরে নজীরবিহীন দুর্নীতিতে......) আমার ভয়ের কারন|
তয় ইদানীং আমি বাংলাদেশকে একটু একটু ভালবাসতে শুরু করছি|
এই জাতির মইধ্যে আমার জানের টুকরা পাক জাতির বর্বরতা এবং বর্তমান নেত্রীর মইধ্যে দেশকে পাকিস্তান পাকিস্তান রুপ দানের(জংগীবাদী দেশ প্রমান করার .....) প্রচেষ্টা আমারে পরম শান্তি দিছে| "
খালেক্ক্যা,
"মালেক্ক্যা আম্লিক করে বইলা আমি বিন্পি করি|
মালেক্ক্যা ক্য়, বিন্পি'র হগ্গলে চোর,
কইল্জ্যার মইধ্যে লাগে| আমি চিতকার কইরা বলি
আম্লিকেরও সবাই চোর|
ভীষন ভালো লাগে যখন মালেক্ক্যাও পুরে আমার মতো|
দুইডাই যে হাছা কতা ! "
( মতিয়া ও মঈন খানকে অভিবাদন)
সাকা চৌধুরী ধরা খেলেন|
এক প্রভাবশালী মন্ত্রী (তোফায়েল) ছুটে গিয়ে
থানা থেকে ছাড়িয়ে বুকে জড়িয়ে (কেদেছিলেন কি?? )আম্লিক (+স্বৈরাচার) এবং বিন্পি (+রাজাকার) এর মইধ্যে পার্থক্য অবশ্যই আছে, তবে সেটা কাদের পকেট ভারী হবে, তেমন কিছু বিষয়ে,
দেশের জন্যে, জনগনের জন্যে?
সরি, পার্থক্য বড় ক্ষীণ!!
৭১ এর আওয়ামী লীগ, আর আজকের আম্লিক,
একজন দেশ দরদী জিয়া আর মুর্খ খালেদা, কান্ডজ্ঞানহীন তারেক এক জিনিস নয়| দেশ জনগনের, অযোগ্য পরিবারের পৈত্রিক সম্পত্তি নয়|
৭২ সদস্যের বানিজ্য কন্টিনজেন্ট এসেছিল বাংলাদেশে,
বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে, ৯১ এর বিন্পি আমলে এবং ৯৬ এর আম্লিক আমলে| স্ব স্ব আমলের বিরোধী দল দেশের স্বার্থ রক্ষা করেছিলেন ৭২ ঘন্টার হরতাল ডেকে|
একটা দেশ কতটা উন্নত তা নির্ধারিত হয় পার ক্যাপিটা বিদ্যুত কন্জাম্পশন দিয়ে... ৯১ থেকে ২০০৭ কত মেগা ওয়াট যোগ হয়েছে?
১/১১ এ বাহিনীর হ্স্তক্ষেপ কি বাহিনীর নীল নকশা, নাকি এক মুর্খ নারী আর এক পাগলের চুল টানাটানির ফসল?
বলি আর কত!
বেনিয়া, হানাদার সবাই কে যে জাতি হটিয়েছে , তারা কি পারবে না
তাদের রক্তের বংশধর এইসব নব্য বেনিয়া, হানাদারদের বিরু্দ্ধে রুখে দাড়াতে?
খুব মনে পড়ছে নজরুল এর ২টা লাইন
" আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে"
আরেকটা মুক্তিযুদ্ধ আসন্ন| যুদ্ধটা সুবিধাবাদী (নব্য ও পুরান রাজাকার) শ্রেণী বনাম জনতা(দেশ)|
যে প্রজন্ম যু্দ্ধপরাধীদের বিচারের কাঠগরায় তুলতে আম্লিকরে( ভুলতে পারি না, ক্ষমতার লোভে রাজাকারের সাথে একমন্চে.) বাধ্য করছে
সে প্রজন্ম দেশপ্রেমহীন, অর্থপাচারকারী, ক্ষমতার জন্য যা কিছু করতে পারি, অযোগ্য নেত্রীত্বের বিরুদ্ধে বজ্রমুষ্ঠি আঘাত হানবেই|
মুজিব , জিয়া খুন হয়েছেন,
গোলাম আযম, এরশাদ রা বেচে আছে|
মু্র্খ বেগম আর পাগলী তনয়া দেশ নিয়ে খেলছেন|
আমরা কি নিজেদের ছোটোখাটো মতবিরোধ কাটিয়ে দেশের শত্রুদের বিরুদ্ধে দাড়াবো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।