আমাদের কথা খুঁজে নিন

   

তাবিজ



ঝুলিয়ে রাখো শিকায় কিংবা গলাতে , আর দিগম্বর রাতকে সামনে রেখে করো তার উপাসনা কারুকর্ম নিয়ে যারা এর আগে লিখেছে তাবিজ , অনুসরণ করো তাদের যাত্রার বিদ্গ্ধ কক্ষপথ । ঝুলিয়ে রাখো বিধেয় বৈধব্যে । যোনিময় পৃথিবীর খরায়।পুড়িয়ে নিয়ে যেতে যে চৈত্র বার বার আসে , তাবিজটা ভাসিয়ে দাও তার উদ্দেশে মনে রেখো, খরাক্রান্ত এই বদ্বীপে শকুনেরা নরকংকালও ঠুকরে খায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।