আমাদের কথা খুঁজে নিন

   

তাবিজ: সর্বসমস্যা ও রোগের মহৌষধ

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

ছোটবেলায় অনেককেই দেখেছি, একটা তাবিজ কোমরে, গলায় বা হাতে বেঁধে বেড়াতে। বাবা মার চাপে মাঝে মাঝে আমাকেও পড়তে হয়েছে। কালো সুতোয় বাধা এই বিদঘুটে অলংকারের প্রতি তখন থেকেই কেমন একটা বিরাগ ছিল আমার। অনেকে বলে ভালো তাবিজ অনেক রোগ ও সমস্যার মহৌষধ। আমার কোন কাজে লেগেছে বলে মনে হয়না।

হলে হয়তো জীবনটা অন্যরকম হতো। একটা বদঅভ্যাস ছিল আমার। সুযোগ পেলেই দেখতাম কি লেখা আছে ভেতরে । অনেক সময় হিজিবিজি কিছু উদ্ধার করতে পেরেছি, অনেক সময় খালি কাগজ। একবার ছোট ভাইয়ের এক তাবিজ খুলে মায়ের হাতের থাপ্পর খেতে হয়েছে।

হয়তো যাদের এত বিশ্বাস আছে, তারা এতে ফলও পেয়ে থাকেন। "বিশ্বাসে পাবি রে মূল্য, তর্কে বহুদুর। "

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।