আমাদের কথা খুঁজে নিন

   

ডাইনোসর বিলুপ্তির সুনির্দিষ্ট ক্ষণ

বাংলা ভাষােক ভালবািস অতিকায় প্রাণী ডাইনোসর বিলুপ্তির সঠিক সময় নিয়ে এত দিন পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে মতভেদ ছিল। কারণ নিয়েও ছিল নানা মতবাদ। কিন্তু এবার বিজ্ঞানীরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। বিজ্ঞানীদের দাবি, ছয় কোটি ৬০ লাখ ৩৮ হাজার বছর আগে মেক্সিকোর ইউকেটান পেনিনসুলায় একটি ধূমকেতু আছড়ে পড়েছিল। এর পরের ১১ হাজার বছরের মধ্যে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়।

পৃথিবীতে আঘাত করা ওই ধূমকেতুটি ১০ কিলোমিটার প্রশস্ত ছিল। বিশালকায় এই ধূমকেতু পৃথিবীতে আঘাত করার পর আমাদের গ্রহের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসে। বায়ুমণ্ডলের তাপমাত্রা অস্বাভাবিক কমে যায়। এরপর ধীরে ধীরে ডাইনোসর হারিয়ে যেতে থাকে। তবে ধূমকেতুর আঘাতটাই ডাইনোসর বিলুপ্তির একমাত্র কারণ- তেমনটা বলছেন না বিজ্ঞানীরা।

এ ঘটনার আগেও লাখ লাখ বছর ধরে পৃথিবীতে বৈরী আবহাওয়া বিরাজ করছিল। প্রতিকূল এ আবহাওয়া শুধু ডাইনোসর নয়, আরো অনেক প্রাণিকুলকেই বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের বার্কলে জিওক্রনোলজি সেন্টার (বিজিসি), ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নেতৃত্বে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ গবেষণায় অংশ নেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.