আমাদের কথা খুঁজে নিন

   

প্লেস্টেশন ৩ নাকি এক্স বক্স ৩৬০!!

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার
কনসোলের যুগের যখনও শুরু হয়নি তখন নিশ্চই কনসোলগুলো বের হত অনেকটা গা ছাড়া ভাব নিয়ে। অনেকটা পিসি কে বস মেনে নিয়ে। অনেকটা আনন্দর সাথে। কিন্তু তখন নিশ্চই অনেক কম্পানি না চিন্তা করুক মাইক্রোসফট চিন্তা করেছিল আজকের কথা। তারা নিশ্চই সামান্য হলেও আচ করতে পেরেছিল একদিন কনসোল পিসি কে তোয়াক্কা করবে না।

তবুও বর্তমানে পিসিকে সর্বকালের সেরা গেমিং প্লাটফর্ম বলা হয়। এবং শুধু বলাই হয়না এটি আসলেও তাই। যাই হোক আমি আসলে এখানে পিসি নিয়ে কিছু বলতে আসিনি আমি এসেছি PS3 এবং XBOX 360 নিয়ে সমালোচনা করতে। একজনের চিন্তা তো দূরে থাক অনেকের একত্রে চিন্তাও অনেক সময় অর্থহীন হয়ে যায়। তাই আজকের লিখাটা অনেকটা 'Nothing is true, everything is premitive' এর মত।

যখন একজন পারফর্মেন্স নিয়ে ভাবে তখন অন্যজন অনলাইন নিয়ে ভাবে আর অন্যজন ভাবে রিয়েলিটি নিয়ে। আমি ব্যক্তিগতভাবে PS3 র ভক্ত। আমি মোটোরস্টোর্ম গেমটিকে প্রচন্ড ভালবাসি যদিও এখনও খেলার সুযোগ হয়নি। তবে আশা করি অবশ্যই একদিন হবে। আমি তাই PS3 ছাড়া অন্য কিছু শুনতে নারাজ।

তবে যে সপ্তাহে XBOX 360 রিলিজ পায় সে সপ্তাহে আমি ওটার একটা ডেমো দেখেছিলাম। এবং আমি সেখানে একটি রেসিং গেম দেখেছিলাম। যা দেখে আমি মাসখানেক হা হয়ে থেকেছিলাম। আমি নানা বিষয় নিয়ে ভেবে দেখেছি এবং অনেকের মতামত সংগ্রহ করেছি তাতে PS3 না XBOX 306 এই প্রশ্নের উত্তর যদি এক কথায় দিতে হয় তবে বলতেই হবে XBOX 360 আমি একজন গেম ডেভেলপার তবে কনসোলে আমার গেম ডেভেলপ করা হয়নি। আমি পিসি আর মোবাইলেই শুধু করেছি।

আর PS2 এর SDK ব্যবহার শিখছি। তবে কোন প্রজেক্টে ব্যবহার করিনি। কেননা জানেই তো কনসোলগুলোর SDK র কত দাম। তবে দাম, পারফর্মেন্স, ভিজুয়াল কোয়ালিটি, গেম সিলেকশন এবং অনলাইন সাপোর্টের দিক থেকে XBOX 360 সবগুলো পদকই জয়ী। দামঃ দামের দিক থেকে সবসময়ই XBOX 360 জিতে আছে।

PS3 বের হবার পরপরই নেক্সট জেনারেশন কনসোলের দাম কমে গেছে। PS3 র ৮০গিগা $৩৯৯ এবং ১৬০গিগা $৪৯৯ ডলার। কিন্ত মাত্র ৮০গিগার জন্য $১০০ ডলার পরিমান অর্থ ব্যায় কেন করতে হবে তা আসলে একটু রহস্যময়। অথচ XBOX 360 যদি হার্ড ড্রাইভ ছাড়া নেয়া যায় তাহলে দাম পরবে মাত্র $৫০ ডলার যা Nintendo Wii এর থেকেও কম। আসলেই এরকম অফার একমাত্র মাইক্রোসফটই দিতে পারে।

পারফর্মেন্সঃ খাতা কলমে PS3 র সেল ইন্জিন [ যাতে আটটি প্রসেসর আছে ] XBOX 360 র ট্রিপল কোর জেনন সি পি ইউর থেকে উন্নত। কিন্তু ডেভেলপারদের কথামতে XBOX 360 তে গেম ডেভেলপ করা অনেক সহজ। অন্যদিকে PS3 র অনেক সেলের শক্তিই নষ্ট হয়ে যায়। কখনোই ডেভেলপাররা সবটুকো সেল ব্যবহার করতে পারে না। অবশ্য এটা হয়ত অচিরেই ঠিক হয়ে যাবে।

যা সবসময় প্লেস্টেশনের হয়ে থাকে। আর এই সেল ইন্জিনের কারনে PS3 তে গেম ডেভেলপ করা XBOX 360 থেকে অনেক কঠিন। যার কারনে সবসময় কোন গেমের PS3 ভার্সন ঐ গেমের XBOX 360 ভার্সন অপেক্ষা দেরীতে বাজারে আসে। ভিজুয়াল কোয়ালিটিঃ অনেক প্লেস্টেশন পাগলরা বলে যে এটাতে সবচেয়ে ভাল গ্রাফিক্স কোয়ালিটি দেয়। যদিও সনি অনেক ভাল কাজ করেছে তবেও এটা সত্য না।

XBOX 360 র জেনন জি পি ইউ PS3 র আর এস এক্স থেকে অনেক শক্তিশালী। এতে অনেক বেশী ফ্রেমরেট, পিক্সেল প্রসেসিং পাওয়ার, ভার্টেক্স প্রসেসিং পাওয়ার পাওয়া যাবে। এবং এর মেমোরী আর্কিটেকচার অনেক উন্নত PS3 র থেকে। XBOX 360 তে সবসময় গেম অনেক রেজুলেশনে অনেক এন্টিএলিয়াসিং ব্যবহার করে দেখানো হয়। এবং এতে সবসময় গেম অনেক স্মুথ চলে।

যতদিন যাচ্ছে তত ডেভেলপাররা PS3 র সেল ইন্জিনের ট্রিক্স বের করছে এবং সেগুলো ব্যবহার করে গেমকে স্মুথ চালানো হচ্ছে। এবং এতে গেমের গ্রাফিক্সও উন্নত হচ্ছে। গেম সিলেকশনঃ অনেক গেমই বের হয়েছে এই দু'টি প্লাটফর্মে। কিন্তু আমরা এখন বিচার করব কনসোল এক্সক্লুসিভ গেম দিয়ে। বর্তমানে এই দাড়িপাল্লা XBOX 360 এর দিকেই বেশী ঝুকে আছে।

আমরা ২০০৮ সালের একটা পরিসংখ্যান দেখলেই বুঝব। অনলাইন সাপোর্টঃ আমাদের দেশে না হলেও বাকী বেশি জায়গাতে নেক্সট জেনারেশন গেমিং প্লাটফর্ম অথচ অনলাইন সাপোর্ট করে না তাহলে পুরো গেমটাই হয়তো অনেক ক্ষেত্রে অর্থহীন হয়ে পরে। অনলাইন সাপোর্ট XBOX 360 র মত PS3 দিতে পারেনি এখনও। সম্প্রতি এর কিছু উন্নতি করা হয়েছে কিন্তু বন্ধুদের সাথে চ্যাট, ইনভাইট করা ইত্যাদি PS3 তে জটিল। XBOX 360 তে যেকেউ MSN Messanger ব্যবহার করতে পারে।

তাছাড়া এতে ব্যবহারকারীর বেশ কিছু ইনফরমেশন থাকে যেমন কাস্টম এভাটার, রিসেন্টলি খেলা গেম, আর্কাইভমেন্ট, নিজস্য ট্যাগ, আর একটি অভিজ্ঞতার রেটিং থাকে যা যেকোন সময় ব্যবহার করা যায়। এমন কি XBOX 360 Live দিয়ে PC র Games for Windows ট্রেডমার্ক করা গেমগুলোর সাথে সংযুক্ত হওয়া যায়। তবে খুবই শীগ্রই PSN Home আসছে এবং এতে করে অনেক দিক দিয়ে PS3 উন্নতি করবে। XBOX Live Arcade বনাম Playstation Store: XBOX 360 এর অনলাইন লাইব্রেরী PS3 অপেক্ষা অনেক উন্নত। তবে একদিকে PS3 এগিয়ে আছে।

সেটা হচ্ছে Playstation 1 এর গেমের সেভ ফাইল অনলাইনে সিনক্রোনাইজেশন করা য়ায়। মাল্টিমিডিয়াঃ এদিকে PS3 অনেক এগিয়ে আছে। এর নিজস্য Blu-Ray প্লেয়ার আছে। অন্যদিকে XBOX 360 HD-DVD প্লেয়ার সহ দাম পরবে $৫৩০ ডলার যা PS3 থেকে অনেক ব্যায়বহুল। XBOX 360 ব্যবহার করে মুভি দেখতে গেলে মুভির কোয়ালিটি অনেক খারাপ দেখায়।

যেখানে PS3 প্রচুর চমৎকার পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দেয়। আবার XBOX 360 মুভি প্লে করার সময় প্রচুর আওয়াজ করে যা বিরক্তিকর। XBOX 360 MPEG-2, MPEG-4, MPEG-4 AVC (h.264), WMV, MOV, TS container formats, DLNA ফরম্যাটগুলো সাপোর্ট করে যা সে ভিসতা ব্যবহারকারীদের থেকে অনলাইনে পেতে পারে। অন্যদিকে PS3 কে All in One প্লেয়ারও বলা যেতে পারে কেননা এটা অনেক ফরম্যাট সাপোর্ট করে। এতে প্রায় সব কোডেকই কার্যকরভাবে আছে।

এটি XBOX 360 এর মত DLNA সাপোর্ট করে না। তবে নতুন ফার্মওয়্যার আপগ্রেডে সাপোর্ট করে এবং ভিসতা থেকে PS3 খুব সহজেই সংযোগ করা যায়। এটি MPEG-1, MPEG-2, Motion JPEG (ডিজিটাল ক্যামেরায় ব্যবহার হয়) through AVI, MOV, MP4, and TS container formats সাপোর্ট করে। এমনকি এটি সরাসরি AVCHD ফাইলও চালাতে পারে (M2TS ফাইল - ব্লু-রে যে ফরম্যাট ব্যবহার করে)। এটি MP4, MPEG-4 AAC audio, MPEG-4 Simple Profile video, Main এবং High profile হিসেবে পরিচিত (যা h.264 হিসেবেও পরিচিত) সাপোর্ট করে।

সনি বলেছে এটি কিছুদিনের মধ্যে DivX codec, AVI ফাইল কন্টেইনারের মাধ্যমে চালাতে সক্ষম হবে। এমন কি MKV [ মাট্রোস্কা ভিডিও ] ফাইলও চালাতে সক্ষম হবে। সাউন্ডের ক্ষেত্রে SACD সাপোর্ট করে এবং স্টান্ডএলোন প্লেয়ার হিসেবে অনেক ভাল কেননা এটা জেট ইন্জিনের মত সাউন্ড করে না। অন্যদিকে XBOX 360 এর বৈশিষ্ট্য হচ্ছে এটা যেকোন গেমের মধ্যের সাউন্ড একসেস করতে পারে। ছবি দেখার ক্ষেত্রেও PS3 অনেক এগিয়ে।

PS3 এর XMB, XBOX 360 এর ট্যাবযুক্ত ড্যাসবোর্ড থেকে অনেক উন্নত। PS3 কে সরাসরি প্রিন্টারের সাথে সংযোগ করা যায় এবং প্রিন্ট করা যায়। অন্যান্য বিষয়সমূহঃ PS3 তে PSN গেমসমূহ অনেক সহজেই সংগ্রহ এবং খেলা যায়। আবার বিশেষজ্ঞদের মতে এর গেমগুলো পাইরেসি অনেক সহজেই হয়। আবার PS3 ফোল্ড করা যায় যে কারণে অনেকেই এটাকে পছন্দ করে।

আবার PS3 কে PSP এর সাথে সংযোগ করা যায়। কিন্তু PS3 র ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি নেই। এতে PS2 এর গেম তো দুরের কথা PS2 এর সিমুলেশনও চালানো সম্ভব নয়। অপরদিকে সম্প্রতি XBOX 360 আগের XBOX এর গেম চালাতে সক্ষম। এবং XBOX 360 এর ডিসপ্লে কানেকটিভিটিও অনেক ভাল।

এটি HDMI আউটপুট দিতে পারে। আবার অন্যদিকে PS3 তে ওপেন সোর্স অপারেটিং সিস্টেমগুলো [ বিভিন্ন লিনাক্স ] সাপোর্ট করে যা XBOX 360 করেনা। সারকথাঃ তাহলে শেষ পর্যন্ত কোনটা সেরা দ্বাড়াল? উত্তর হচ্ছে কোনটাই না বা দু'টোই সেরা। যদি আমরা তিনটি কনসোল নিয়ে তুলনা করতাম তাহলে তিনটিই সেরা হত। তাহলে নিশ্চই ভাবছেন যে কেন এই তুলনা করার প্রয়াস? উত্তর খুবই সোজা।

যাতে আপনারা বুঝতে পারেন কোনটি আপনার দরকার বা কোনটি আপনার জন্য সেরা। সবকিছুই পৃথিবীতে ডায়নামিক। কোন কিছুই স্ট্যাটিক না। যা স্ট্যাটিক মনে হয় আপাত দৃষ্টিতে আসলে ভালভাবে দেখলে সেটাও ডায়নামিক। সেজন্য এখন আপনি চিন্তা করেন আপনি কোনটা চান।

কোনটাকে আপনার কাছে সেরা মনে হয়।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.