সংবাদ সংস্থা বিবিসিতে সম্প্রতি প্রকাশিত এক রিভিউতে প্লেস্টেশন ৪-এর গ্রাফিক্সের প্রশংসা করা হয়েছে। এর ডুয়ালশক কন্ট্রোলার টাচপ্যাড এবং উন্নত থাম্বস্টিক ও ট্রিগারের ব্যবহার গেইমিং কনসোলটির ব্যবহার আগের সংস্করণের চেয়ে সহজ করে তুলেছে।
কিন্তু এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মাইক্রোসফট এক্সবক্স ওয়ান নিয়ে আসায় ক্রেতাদের এখন প্লেস্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ানের মধ্যে কোনটা কিনবে, তা নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে।
মাইক্রোসফট এবং সনির একইরকম পণ্য বানানোর অভ্যাস বহুকাল ধরেই চলে আসছে। নতুন এই আবিষ্কার তার মধ্যে আরেকটি দ্বন্দ্বের সূচনা করল বলে জানিয়েছে বিবিসি।
সনির প্লেস্টেশন ৪ পুরোপুরি এক গেইমিং মেশিন হিসেবে ব্যবহৃত হবে। তবে মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান বিনোদনের মাধ্যম হিসেবে পরিচিত হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।