বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বড়দিনের আগেই প্লেস্টেশনের নতুন মডেলটি হাতে পাওয়ার জন্য আগের রাত থেকেই বিক্রয় কেন্দ্রের সামনে জড়ো হওয়া শুরু করেন গেইমাররা।
চাহিদা মেটাতে বিক্রয় কেন্দ্রগুলোতে গেইমিং কনসোলটি বিক্রি করা হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। এর পরও ক্রেতাদের চাহিদার সঙ্গে মিল রেখে সরবরাহ করতে পারছে না সনি।
ই কমার্স ওয়েবসাইট অ্যামাজন ডটকম জানিয়েছে, ১৩ নভেম্বরের পর যারা কনসোলটির প্রিঅর্ডার করেছেন, বড়দিনের আগে ডিভাইসটি তাদের হাতে পাওয়ার সম্ভাবনা নেই।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে গেইমিং কনসোলটির মজুত শেষের পথে বলে নিশ্চিত করেছেন সনির এক মুখপাত্র। সনির ওই মুখপাত্র বলেন, “আমাদের মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।