আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিংয়ের শিকার হলো প্লেস্টেশন থ্রি



সম্প্রতি জানা গেছে, হ্যাকাররা সনি’র গেমিং কনসোল প্লেস্টেশন থ্রি’র নিরাপত্তা স্তর ভেঙ্গে এতে যে কোনো গেম চলার উপযোগী করে তুলতে পেরেছেন। জানা গেছে, এই হ্যাকিং-এর ফলে পাইরেটেড গেমও নাকি এখন এই কনসোলে চালানো যাবে। খবর বিবিসি টেকনোলজির। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, হ্যাকাররা কনসোলটিতে গোপন কি বের করেছেন যেগুলো ব্যবহার করে এতে গেম লোড হয়ে থাকে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই হ্যাকার সাধারণত আইফোনের সিস্টেম হ্যাক করে থাকেন। তিনি সম্প্রতি প্রায় একই পদ্ধতি ব্যবহার করে সনির গেমিং কনসোলে এই গোপন কি বের করে তা অনলাইনে প্রকাশও করে দিয়েছেন। হ্যাকার গ্রুপের এক সদস্য পিটে জানিয়েছেন, পুরো কনসোলটিই এমনভাবে তৈরি হয়েছে যে, এই গোপন কি ব্যবহার করলে যে কোনো পাইরেটেড গেম চালানো যাবে এবং এটি বন্ধ করার কোনো ব্যবস্থা কনসোলটিতে নেই। হ্যাকারদের ঐ গ্রুপটির পক্ষ থেকে আরও জানা গেছে, তারা হ্যাক করেছে মূলত কনসোলটিতে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ও প্রোগ্রাম চালানোর উপযোগী করে তুলতে। অবশ্য এ ব্যাপারে সনি কোনো মন্তব্য করতে অসম্মতি জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.