প্লেস্টেশন ভিটা গেম কনসোলের নতুন সংস্করণ বাজারে আনার কথা জানিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। ‘টোকিও গেম শো’ উপলক্ষে প্লেস্টেশন ভিটার নতুন সংস্করণ আনছে সনি। খবর বিবিসি অনলাইনের।
নতুন এ গেম কনসোল ‘পিসিএইচ ২০০০’ সিরিজে যুক্ত হচ্ছে। সনির দাবি, সাধারণ গেমারদের কথা মাথায় রেখে প্লেস্টেশন ভিটার নতুন সংস্করণ বাজারে আনা হচ্ছে। বর্তমানে বাজারে থাকা প্লেস্টেশন ভিটার চেয়ে নতুন সংস্করণটি ২০ শতাংশ পাতলা ও ১৫ শতাংশ হালকা হবে।
ছয়টি আলাদা রঙে ১০ অক্টোবর থেকে জাপানের বাজারে আসবে ‘পিএসভিটা ২০০০’, তবে আন্তর্জাতিক বাজারে এ গেম কনসোলটি আসবে আরও কিছুদিন পরে।
কনসোলটিতে বিল্ট ইন মেমোরি থাকবে এক গিগাবাইট এবং এটি ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সমর্থন করবে।
নতুন এ গেম কনসোলটি ১৯০ মার্কিন ডলারে বিক্রি করবে সনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।