নির্বাচিত ব্লগীয় প্রতিনিধি এবং ব্লগে নির্বাচন চাই
কদিন ধরে ব্লগে অনেকের ছবির বদলে একটি দাবী প্রচারিত হচ্ছে। যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি 'হাসিব' নামে একজন ব্লগারকে ব্যান করার প্রতিবাদে এই দাবী। এই নিয়ে লেখালেখিও হচ্ছে কম না। অনেকে ওই ব্লগারের জন্য লিখে লিখে হাল ছেড়ে দেয়ার ঘোষনা দিয়েছেন, অনেকে নিজেকে সেক্রিফাইস করতে চেয়েছেন ওই ব্লগারের জন্য। নিজেকে ব্যান করে ওই ব্লগারকে মুক্ত করতে চাইছেন।
বিষয়গুলো খুবই আন্তরিক এবং মানবিক।
সাধারণ সমাজে যখন হানাহানি সংঘর্ষ, তখন ভার্চুয়াল এই জগতে সম্প্রতির কি উজ্জ্বল দৃষ্টান্ত!
এই ভালোবাসা দীর্ঘস্থায়ী হোক। এবং এই ভালোবাসার সুযোগ করে দেয়া সা.ইন কর্তৃপক্ষও দীর্ঘজীবী হোক।
তবে এইসব বিষয় ভালো হলেও একটা আশংকার দিক ক্রমশ ফুটে উঠছে। তা হচ্ছে, ব্লগ কর্তৃপক্ষের প্রতি এক ধরনের রাগ, ক্ষোভ, হতাশা সৃষ্টি হচ্ছে।
যা কখনোই চাইনা। তাই এ বিষয়ে একটা প্রস্তাব করতে চাই। ব্লগারদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল তৈরি হোক। যে দলটি অবশ্যই স্বতস্ফুর্তভাবে ব্লগারদের ভোটে নির্বাচিত হবে। সে ক্ষেত্রে কাদের ভোটাধিকার দেয়া হবে তা আলোচনা সাপেক্ষ।
হতে পারে যারা মিনিমাম ছয় মাস অথবা তিনমাস ধরে নিয়মিত ব্লগিং করছে। সে নির্বাচন অনলাইনেও হতে পারে। হতে পারে কোন একটি নির্দিষ্ট দিনে সরাসরিও।
এক্ষেত্রে যে বিষয়টা হবে, ব্লগের সার্বোভৌম ক্ষমতা কর্তৃপক্ষের হাতে রেখেই ব্লগার সংক্রান্ত বিষয় যেমন ওলট পালট লেখালেখি, গালাগালির বিষয়গুলো কন্ট্রোল করা যাবে প্রতিনিধি দলের মাধ্যমে। কারো কোনো আপত্তিকর আচরন, কারো কোনো অস্বাভাবিক ব্লগীং প্রতিনিধি দলের মাধ্যমে সংশোধন করা চেষ্টা করা হবে।
প্রথমত প্রতিনিধি দলের কাছে উক্ত ব্লগারের সম্পর্কে তথ্য যাবে। প্রতিনিধি দল যদি তা নিয়ন্ত্রনে ব্যার্থ হয় তবে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন সেক্ষেত্রে কোনো অসন্তোষ সৃষ্টি হবেনা।
এতে করে সা.ইন পাবে একটি কার্যকর প্রতিনিধি দল। যাদের মাধ্যমে যেকোন অনুষ্ঠান, যেকোন আয়োজনগুলো করা যাবে আরো সুনিপুনভাবে। কর্মসূচিগুলোতে আসবে আরো গতিশীলতা।
বিস্তৃত হবে সর্বত্র। অংশগ্রহন সম্ভব হবে ব্যাপক। পত্রপত্রিকার পাঠক ফোরাম এখন দেশে একটি উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। যারা দেশের যেকোনো সমস্যা, দূর্যোগে অন্যান্য সংগঠনের মতো উজ্জ্বল ভূমিকা পালন করছে। আমার ধারনা, সা.ইনেও কোনো প্রতিনিধি দলের মাধ্যমে সে কাজও ভালোভাবে সম্ভব।
দেশের যেকোনো গনতান্ত্রিক বিষয়ে ব্লগারগন যেভাবে গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জ্বিবীত হয়ে ব্লগীংয়ে মতামত ব্যাক্ত করে গনতান্ত্রিক ধারা সমুন্নত রাখছেন। সে বিবেচনায় ব্লগে গনতান্ত্রিক চর্চা না থাকাটা দৃষ্টিকটু। তাই সা.ইনের স্বার্থে, ব্লগারদের হতাশা দূর করে ব্লগারদের সা.ইনে আরো প্রাণোচ্ছল রাখার জন্য এ প্রস্তাবটি ভেবে দেখার জন্য কর্তৃপক্ষ এবং এর যৌক্তিকতা যাচাই করে মতামত প্রদানের জন্য প্রিয় ব্লগারদের অনুরোধ করছি।
কারন, যে ব্লগ দিনে একবার না দেখলে অতৃপ্তি থেকে যায়, যে ব্লগে অনেকেই দিনের অর্ধেক সময় কাটিয়ে দেন সেই ভালোবাসার ব্লগে অসন্তোষ, অভিমান, হতাশা দেখতে চাইনা।
পুনশ্চ: ব্লগে আমার দেয়া কয়েকটি গুরুত্বপূর্ণ আইডিয়া ব্লগারদের মধ্যে সাড়া ফেললেও কর্তৃপক্ষ ছিলেন ছিলেন নিরব।
সে বিচারেও একটা প্রতিনিধি দল প্রয়োজন। হাঃ হাঃ হাঃ। সরি এই সিরিয়াস সময়ে বাঙ্গালীর স্বভাবজাত রসিকতা চলে আসায় আন্তরিক দুঃখিত ও লজ্জিত।
হুমায়ূনীয় ভাষায় ব্যাপক শরমিন্দা হইলাম...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।