I realized it doesn't really matter whether I exist or not. সকালে বৃষ্টির সঙ্গে মোটামুটি পাল্লা দিয়ে ঈদের জামাতটা ধরা গেল। আর তারপরই শুরু হলো ঈদের আনুষ্ঠানিকতা। যদিও সামুতে কাল রাত থেকেই ঈদের শুভেচ্ছা দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় ঈদের জামাতের আগে ঈদের আসল মজা পাওয়া যায় না। হয়তো এ জন্যই কোলাকুলি পর্বটাও শুরু হয় জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই।
যাই হোক, ঈদের শুভেচ্ছা তো অনেকই পেলেন, এবার একটু ব্যতিক্রমী ধরনের ঈদ শুভেচ্ছা নিন।
এই শুভেচ্ছা নিতে হলে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড থাকা লাগবে। অ্যান্ড্রয়েড বা আইফোনের বারকোড স্ক্যানার অ্যাপ্লিকেশনটি চালু করে ক্যামেরাটি তাক করুন উপরের (অথবা নিচের, একই জিনিস ) ছবিটির দিকে। মূহুর্তেই পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড কথনের পক্ষ থেকে (চান্সে আমার পক্ষ থেকেও ) ঈদের শুভেচ্ছা।
বড় করে দেখুন
নকিয়া আশা ৩০৫ ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যানিং-এর জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজে ট্রাই করিনি তবে কয়েকজনের কাছে শুনলাম কাজ করে।
ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি মোবাইলে ট্রান্সফার করে ইন্সটল করুন। এরপর জাভা অ্যাপ্লিকেশনটি চালু করলে কিউআর কোড স্ক্যান করতে পারার কথা (ওই সাইটের ছবিতে তেমনটাই দেখা যাচ্ছে)।
লিংকঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।